বিজ্ঞপ্তি
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) লালমনিরহাটের কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি করেছে। আজ শনিবার সকালে জেলার সরকারি কলেজ অডিটোরিয়ামে সিএসআর প্রকল্প ভরসার নতুন জানালার আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষি এগিয়ে যাচ্ছে। দেশের পরিশ্রমী ও সৃজনশীল কৃষকদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারের কৃষিবান্ধব নীতি ও সহায়তার জন্য বাংলাদেশের কৃষি এখন রপ্তানিমুখী।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে কৃষিকে বরাবরই অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের বহুমুখী পদক্ষেপ ও পরিকল্পনায় কৃষি আমাদের কাছে বিস্ময়কর সাফল্য নিয়ে এসেছে। বিশেষ করে কৃষিতে প্রযুক্তির ব্যবহার।’
লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে দিনব্যাপী কৃষি-উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচিতে লালমনিরহাটের পাঁচটি উপজেলার প্রায় ২৫০ জন উৎসাহী কৃষি উদ্যোক্তা অংশ নেন। ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূইয়া, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিদুর রহমানসহ ব্যাংক কর্মকর্তা অনুষ্ঠানে বক্তব্য দেন।
একই দিনে নীলফামারীতে ডেনিশ লেপ্রসি মিশন মিলনায়তনে জেলার ৬টি উপজেলার ১৫০ জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে একই ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট ও নীলফামারী উভয় প্রশিক্ষণেই সহায়তাকারীরা কৃষি উদ্যোক্তা হওয়ার উপায়, মূলধন, বিপণন, ব্যবস্থাপনা, ব্যাংকিং এবং উদ্যোক্তা হিসেবে বিকশিত হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) লালমনিরহাটের কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি করেছে। আজ শনিবার সকালে জেলার সরকারি কলেজ অডিটোরিয়ামে সিএসআর প্রকল্প ভরসার নতুন জানালার আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচি করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষি এগিয়ে যাচ্ছে। দেশের পরিশ্রমী ও সৃজনশীল কৃষকদের অক্লান্ত পরিশ্রম এবং সরকারের কৃষিবান্ধব নীতি ও সহায়তার জন্য বাংলাদেশের কৃষি এখন রপ্তানিমুখী।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে কৃষিকে বরাবরই অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকারের বহুমুখী পদক্ষেপ ও পরিকল্পনায় কৃষি আমাদের কাছে বিস্ময়কর সাফল্য নিয়ে এসেছে। বিশেষ করে কৃষিতে প্রযুক্তির ব্যবহার।’
লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে দিনব্যাপী কৃষি-উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচিতে লালমনিরহাটের পাঁচটি উপজেলার প্রায় ২৫০ জন উৎসাহী কৃষি উদ্যোক্তা অংশ নেন। ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূইয়া, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিদুর রহমানসহ ব্যাংক কর্মকর্তা অনুষ্ঠানে বক্তব্য দেন।
একই দিনে নীলফামারীতে ডেনিশ লেপ্রসি মিশন মিলনায়তনে জেলার ৬টি উপজেলার ১৫০ জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে একই ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট ও নীলফামারী উভয় প্রশিক্ষণেই সহায়তাকারীরা কৃষি উদ্যোক্তা হওয়ার উপায়, মূলধন, বিপণন, ব্যবস্থাপনা, ব্যাংকিং এবং উদ্যোক্তা হিসেবে বিকশিত হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্যদের জামানতবিহীন ঋণ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক এবং বেসিস-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৩ মিনিট আগেদেশে গত বোরো মৌসুমের পরই বাড়তে থাকে চালের দাম। ক্রেতাদের আশা ছিল, আমন মৌসুম শুরু হলে দাম কমবে। কিন্তু আশা দুরাশাই রয়ে গেছে এখন পর্যন্ত। মোকামে আমন ধান আসতে শুরু করলেও চালের বাজারে খুব একটা প্রভাব নেই। শুধু তা-ই নয়, সরকার চাল আমদানির অনুমতি দিয়েও পণ্যটির দাম কমিয়ে আনতে পারছে না।
১ ঘণ্টা আগেআসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। পাশাপাশি রোজার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যের ওপর থাকা অগ্রিম করও পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সরকারের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে খেজুর আমদানির অযৌক্তিক ট্যারিফ ভ্যালু...
১০ ঘণ্টা আগেদেশের বাজারে ফের সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট সোনার ভরির নতুন দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। দাম বৃদ্ধির কারণ ও বিস্তারিত জানতে পড়ুন।
১০ ঘণ্টা আগে