বিজ্ঞপ্তি
শক্তি+ ব্র্যান্ড, বাংলাদেশের শিশুদের পুষ্টি দেওয়ার লক্ষ্যে এক যুগ ধরে বিভিন্ন পুষ্টিকর পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় বড়দের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সহজলভ্য করার জন্য শক্তি+ নিয়ে এল ফর্টিফায়েড টক দই যা ছোট কাপে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।
এ বিষয়ে শক্তি+ এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ বলেন, ‘নাগরিক জীবনে কাজের ব্যস্ততায় অনিয়ম ও অস্বাস্থ্যকর খাবারের ফলে মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার বিকল্প নেই। তাই ক্রেতাদের স্বাস্থ্য ও চাহিদার কথা বিবেচনা করে আমরা প্রথমবারের মতো ফর্টিফায়েড শক্তি+ টক দই বাজারে এনেছি যাতে দেশের জনসাধারণ কম মূল্যে স্বাস্থ্যকর ও পুষ্টিকর এই পণ্যটি সহজে উপভোগ করতে পারে।’
শক্তি+ এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন, ‘সঠিক খাদ্যাভ্যাস মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য অনস্বীকার্য ভূমিকা রাখে। শক্তি+ এর ফর্টিফায়েড টক দই সঠিক পুষ্টি নিশ্চিতকরণের মাধ্যমে ভোক্তাদের সার্বিক সুস্থতায় সাহায্য করবে। কারণ পণ্যটিতে আছে চারটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আয়রন, আয়োডিন, জিংক ও ভিটামিন এ এবং দুধের সব পুষ্টি আর টক দইয়ের প্রোবায়োটিক-যা প্রতিদিনকার পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে।’
শক্তি+ এর কর্মকর্তারা আরও জানান, সিরাজগঞ্জ, সারিয়াকান্দি ও ময়দানদীঘিতে থাকা চিলিং সেন্টারে বিশেষত নারী খামারিদের কাছ থেকে খাঁটি দুধ সংগ্রহ করে বগুড়া ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে শক্তি+ এর ফর্টিফায়েড টক দই। বাজারে ৪০০ গ্রাম টক দই থাকলেও ভোক্তাদের প্রয়োজন ছোট কাপে এক সার্ভিং টক দই যা এখন থেকে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।
প্রাথমিকভাবে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের রিটেইল ও সুপারশপসহ বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন এরিয়াতে পাওয়া যাবে।
এ ছাড়া, ঢাকা শহরের যে কোনো ভোক্তা ঘরে বসে ফ্রি হোম ডেলিভারি পেতে অনলাইনে (https://www.grameendanone.net/#yogurts) অর্ডার করা যাবে।
শক্তি+ হলো গ্রামীণ ড্যানোন ফুডসের একটি পণ্য, যা গ্রামীণ ড্যানোন নামে পরিচিত, একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ যা ২০০৬ সালে চালু হয়েছিল, যা শিশুদের প্রধান পুষ্টি সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে।
শক্তি+ ব্র্যান্ড, বাংলাদেশের শিশুদের পুষ্টি দেওয়ার লক্ষ্যে এক যুগ ধরে বিভিন্ন পুষ্টিকর পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় বড়দের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সহজলভ্য করার জন্য শক্তি+ নিয়ে এল ফর্টিফায়েড টক দই যা ছোট কাপে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।
এ বিষয়ে শক্তি+ এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ বলেন, ‘নাগরিক জীবনে কাজের ব্যস্ততায় অনিয়ম ও অস্বাস্থ্যকর খাবারের ফলে মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার বিকল্প নেই। তাই ক্রেতাদের স্বাস্থ্য ও চাহিদার কথা বিবেচনা করে আমরা প্রথমবারের মতো ফর্টিফায়েড শক্তি+ টক দই বাজারে এনেছি যাতে দেশের জনসাধারণ কম মূল্যে স্বাস্থ্যকর ও পুষ্টিকর এই পণ্যটি সহজে উপভোগ করতে পারে।’
শক্তি+ এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন, ‘সঠিক খাদ্যাভ্যাস মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য অনস্বীকার্য ভূমিকা রাখে। শক্তি+ এর ফর্টিফায়েড টক দই সঠিক পুষ্টি নিশ্চিতকরণের মাধ্যমে ভোক্তাদের সার্বিক সুস্থতায় সাহায্য করবে। কারণ পণ্যটিতে আছে চারটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আয়রন, আয়োডিন, জিংক ও ভিটামিন এ এবং দুধের সব পুষ্টি আর টক দইয়ের প্রোবায়োটিক-যা প্রতিদিনকার পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে।’
শক্তি+ এর কর্মকর্তারা আরও জানান, সিরাজগঞ্জ, সারিয়াকান্দি ও ময়দানদীঘিতে থাকা চিলিং সেন্টারে বিশেষত নারী খামারিদের কাছ থেকে খাঁটি দুধ সংগ্রহ করে বগুড়া ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে শক্তি+ এর ফর্টিফায়েড টক দই। বাজারে ৪০০ গ্রাম টক দই থাকলেও ভোক্তাদের প্রয়োজন ছোট কাপে এক সার্ভিং টক দই যা এখন থেকে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।
প্রাথমিকভাবে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের রিটেইল ও সুপারশপসহ বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন এরিয়াতে পাওয়া যাবে।
এ ছাড়া, ঢাকা শহরের যে কোনো ভোক্তা ঘরে বসে ফ্রি হোম ডেলিভারি পেতে অনলাইনে (https://www.grameendanone.net/#yogurts) অর্ডার করা যাবে।
শক্তি+ হলো গ্রামীণ ড্যানোন ফুডসের একটি পণ্য, যা গ্রামীণ ড্যানোন নামে পরিচিত, একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ যা ২০০৬ সালে চালু হয়েছিল, যা শিশুদের প্রধান পুষ্টি সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে।
‘প্রতিদিনই অভিযান হচ্ছে, ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে বাজার কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে কঠোর হওয়াটা জরুরি হয়ে পড়েছে। আমরা তা সিরিয়াসলি ভাবছি। আলুর মূল্য ভোক্তাদের নাগালে আনতে হিমশিম খাচ্ছি। আমরা দুঃখিত। বাজার ব্যবস্থাটি অসুস্থ ও অস্বাভাবিক।’
৭ ঘণ্টা আগেশিল্পকারখানায় বিনিয়োগ করার পর গ্যাস পেতে নিজের টাকায় ৪০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করার কথা তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, এই পাইপলাইন নির্মাণে শুধু রোড কাটিংয়ের অনুমোদন নিতেই আমাকে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিস
৭ ঘণ্টা আগেদুই দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। এ দফায় ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকায় উঠেছে। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল রোববার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে।
৮ ঘণ্টা আগেবিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সার্বিক দিক খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সম্প্রতি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।
৯ ঘণ্টা আগে