ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের আয়োজনে দাবা প্রতিযোগিতার উদ্বোধন

বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯: ৩১

মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের আয়োজনে আন্তঃব্যাংক দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দিলকুশায় ক্লাব কার্যালয়ে আয়োজিত এই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা।

প্রধান অতিথির বক্তব্যে মার্কেন্টাইল ব্যাংকের এমডি মো. কামরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলেই আজ দেশে এতগুলো ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে, ব্যাংকারদের কল্যাণে সংগঠন হয়েছে এবং ব্যাংকাররা বিজয় দিবস উদ্‌যাপন করছেন।’

ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের সভাপতি তাপস চন্দ্র পাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশের কাতারে সামিল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ব্যাংকাররা সেই উন্নয়ন যাত্রার অন্যতম সহযাত্রী। ব্যাংকারদের মানসিক উৎকর্ষের জন্য ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে।’

সপ্তাহব্যাপী এই দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকের শৌখিন দাবাড়ুরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিল ব্যাংকের কর্মকর্তা ও ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দাবাড়ুদের উৎসাহিত করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত