বিআরবি হাসপাতালে ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাসের সমাপনী

বিজ্ঞপ্তি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ০০: ১৮

বিআরবি হসপিটালস লিমিটেড এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস ২০২২–এর সমাপনী ঘোষণা করেন বিআরবি গ্রুপের পরিচালক মফিজুর রহমান। সোমবার (৩১ অক্টোবর) রাজধানীর পান্থপথে বিআরবি হাসপাতালের আয়োজনে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভার অনুষ্ঠিত হয় এবং কেক কেটে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের হেপাটোবিলিয়ারী পেনক্রিয়াটিক সার্জারির পথিকৃৎ প্রফেসর ডা. মোহাম্মদ আলী। অনুষ্ঠানে মেডিসিন বিভাগের প্রফেসর ডা. এম এ বাশার, কিডনি বিভাগের প্রফেসর ডা. মো: নিজামউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডা. মো. মনসুর আলী, ডিএমএস অ্যান্ড সিই ও, বিআরবি হসপিটালস লিমিটেড ।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ডা. মোফাজ্জেল হোসেন (লে. কর্নেল অব.), চিফ কনসালট্যান্ট, মেডিকেল অনকোলোজি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট বার্ন ও প্লাস্টিক সার্জন ডা. পি সি দাস, কনসালট্যান্ট, বার্ন ও প্লাস্টিক সার্জারি, বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানে ক্যানসার জয়ী রোগীসহ হাসপাতালের কনসালট্যান্ট বৃন্দ, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানেরা এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন যা এশিয়ার প্রথম বিআরবি হাসপাতালেই হয়েছে এবং হচ্ছে। ব্রেস্ট ক্যানসারে বাংলাদেশে একমাত্র বিআরবি হাসপাতালই ইউরোপ-আমেরিকার সমমান চিকিৎসা সেবা দেয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত