ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও নিটোল মটরস কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ড উদ্বোধন করেছে। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই কার্ডের উদ্বোধন করা হয়।
নিটোল-নিলয় গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নিটোল মটরসের জন্য ভিসার সহযোগিতায় ইবিএল ভিসা নিটোল-নিলয় কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে। ভিসার বিশ্বব্যাপী বিস্তৃত পার্টনার আউটলেটগুলোতে এই কার্ড ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।
নিটল মটরস লিমিটেডের বিভিন্ন স্টেকহোল্ডার এই কার্ড নিতে পারবেন। ইস্টার্ন ব্যাংকের নিরবচ্ছিন্ন লেনদেন ও পেমেন্ট অবকাঠামো সুবিধা থাকার ফলে এই কার্ডটি একটি সামগ্রিক আর্থিক টুল হিসেবে ব্যবহার করা যাবে। এ ছাড়া ইবিএলের অসংখ্য অফলাইন ও অনলাইন পার্টনারের মাধ্যমে নিয়মিত ডিসকাউন্ট ও অফারের সুবিধা নিতে পারবেন কার্ডধারীরা।
অনুষ্ঠানে বক্তব্যে নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমদ বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইবিএলের সঙ্গে প্রবর্তিত কো-ব্র্যান্ড কার্ডটি আমাদের গ্রাহক সেবায় নতুন অধ্যায় যুক্ত করবে।’
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘নিটোল মটরসের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের জন্য অনেক সুখের বিষয়।’
কো-ব্র্যান্ড কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটোল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমদ, নিটোল মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক এস এ এইচ ইসমাইল, টাটা মটরস লিমিটেডের হেড অব সেলস (সি ভি আই বি) আসিফ শামীম; ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এস এম ই ব্যাংকিং বিভাগ প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী, কমিনিউকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম, কার্ড প্রধান তাসনীম হোসেইন প্রমুখ।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ও নিটোল মটরস কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ড উদ্বোধন করেছে। আজ রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই কার্ডের উদ্বোধন করা হয়।
নিটোল-নিলয় গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান নিটোল মটরসের জন্য ভিসার সহযোগিতায় ইবিএল ভিসা নিটোল-নিলয় কো-ব্র্যান্ড প্রিপেইড কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে। ভিসার বিশ্বব্যাপী বিস্তৃত পার্টনার আউটলেটগুলোতে এই কার্ড ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।
নিটল মটরস লিমিটেডের বিভিন্ন স্টেকহোল্ডার এই কার্ড নিতে পারবেন। ইস্টার্ন ব্যাংকের নিরবচ্ছিন্ন লেনদেন ও পেমেন্ট অবকাঠামো সুবিধা থাকার ফলে এই কার্ডটি একটি সামগ্রিক আর্থিক টুল হিসেবে ব্যবহার করা যাবে। এ ছাড়া ইবিএলের অসংখ্য অফলাইন ও অনলাইন পার্টনারের মাধ্যমে নিয়মিত ডিসকাউন্ট ও অফারের সুবিধা নিতে পারবেন কার্ডধারীরা।
অনুষ্ঠানে বক্তব্যে নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমদ বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইবিএলের সঙ্গে প্রবর্তিত কো-ব্র্যান্ড কার্ডটি আমাদের গ্রাহক সেবায় নতুন অধ্যায় যুক্ত করবে।’
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, ‘নিটোল মটরসের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের জন্য অনেক সুখের বিষয়।’
কো-ব্র্যান্ড কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটোল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমদ, নিটোল মটরস লিমিটেডের নির্বাহী পরিচালক এস এ এইচ ইসমাইল, টাটা মটরস লিমিটেডের হেড অব সেলস (সি ভি আই বি) আসিফ শামীম; ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এস এম ই ব্যাংকিং বিভাগ প্রধান এম. খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী, কমিনিউকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম, কার্ড প্রধান তাসনীম হোসেইন প্রমুখ।
বর্ষায় উৎপাদন ব্যাহত, বৃষ্টিতে সরবরাহ সমস্যা আর দুই মৌসুমের ফাঁদসহ নানা কারণে সবজির দাম কয়েক মাস ধরেই বেশি। সেই বাড়তি দাম আরও বেড়েছে চলতি সপ্তাহে। ১ কেজি বেগুন কিনতে এখন ক্রেতার খরচ হচ্ছে ১৬০ টাকা পর্যন্ত, যা গত সপ্তাহের তুলনায় ৪০ টাকা বেশি। শুধু বেগুনই নয়, চলতি সপ্তাহে পটোল, ঢ্যাঁড়স, বরবটি, কাঁকরোল
২ ঘণ্টা আগেইসলামী ব্যাংকের ৮২ শতাংশ শেয়ার এখনো এস আলমের মালিকানায় রয়েছে। বাংলাদেশ ব্যাংক তা জব্দ করলেও শেয়ার লিকুইডেশন করে ব্যাংকের দায় শোধ করছে না। ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সচেতন ব্যবসায়ী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত
৪ ঘণ্টা আগেচলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কাজ শুরু হয়েছে নামমাত্রভাবে। এ সময়ে বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাদ্দের তুলনায় খুব কম অর্থ খরচ করেছে। বাণিজ্য মন্ত্রণালয় জুলাই-আগস্টে ৩০ লাখ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১০ লাখ টাকা খরচ কর
৪ ঘণ্টা আগেআর্থিক সংকটাপন্ন ইসলামি শরিয়াহভিত্তিক পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করা হচ্ছে। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন ব্যাংকের জন্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে। একটি হলো ইউনাইটেড
৮ ঘণ্টা আগে