Ajker Patrika

জ্যামে আটকা পড়াদের ইফতার করাচ্ছে ‘স্বপ্ন’

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৯: ৩০
জ্যামে আটকা পড়াদের ইফতার করাচ্ছে ‘স্বপ্ন’

রাজধানীতে জ্যাম নিত্যদিনের সঙ্গী। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এই রমজানে অনেকে ঠিক সময়ে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়। এ সময় যানবাহনে আটকে থাকা মানুষের ভোগান্তির শেষ থাকে না।

অনেকে আবার কেনাকাটা সেরে মার্কেট থেকে বের হতে হতে ইফতারের সময় হয়ে যায়। রাস্তায় আটকে থাকা বা এই রমজানে ইফতারের জন্য ঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষদের জন্য একটু হলেও স্বস্তির আয়োজন করছে দেশের নাম্বার ওয়ান চেইন সুপারশপ ‘স্বপ্ন’। আজ বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৫টা থেকে ইফতারের সময় পর্যন্ত রাজধানীর গুলশান ১, নিউমার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, মিরপুর ১০ সহ ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা সদর এলাকার বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন করছে ‘স্বপ্ন’। 

গতকাল মঙ্গলবারও (২৬ এপ্রিল) ছিল এই ভিন্ন আয়োজন। লাল রঙের টি-শার্ট, লাল ক্যাপ পরিহিত একদল তরুণকে দেখা যায় রমজানে রাস্তায় আটকে পড়া বা ঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষদের জন্য ‘স্বপ্ন’-এর ইফতার বিতরণ করতে। 

এ বিষয়ে ‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানায়, ‘ইট-পাথরের এ শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে ঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষদের জন্য এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত