বার্জারের রঙে চারুকলায় জয়নুল উৎসব অনুষ্ঠিত

 বিজ্ঞপ্তি 
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯: ৩০
Thumbnail image
২৭ ডিসেম্বর চারুকলা প্রাঙ্গণে জয়নুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী জয়নুল উৎসব-২০২৪। এবারের আয়োজনে পেইন্ট পার্টনার হিসেবে ছিল দেশের শীর্ষ পেইন্ট সলিউশন ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

গত ২৭ ডিসেম্বর সকালে চারুকলা প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সে সময় চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. আজহারুল ইসলাম শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ইমেরিটাস প্রফেসর ড. মো. আবুল হাশেম খান এবং বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার শামীম উজ জামান-সহ দেশের বিশিষ্ট চিত্রশিল্পী ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।

২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলে ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা ছিল মেলা।

উৎসবে জয়নুল মেলার সঙ্গে যুক্ত ছিল সম্মাননা প্রদান, শিল্পীদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব। চিরচেনা বকুলতলার পাশের লম্বা দেয়ালজুড়ে শিল্পগুরুর অনবদ্য কিছু শিল্পকর্ম, প্রেরণা জোগানো সব উক্তি রং-তুলিতে নতুন করে তুলে ধরছেন চারুকলার শিক্ষার্থীরা। আর এই রঙের মেলায় ব্যবহার করা হয়েছে বার্জার পেইন্টসের রং।

বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার শামীম উজ জামান বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিন এমন একটি প্রতিষ্ঠান শুরু করে গেছেন বলেই এই চারুকলা থেকে তৈরি হয়েছেন অনেক গুণী শিল্পী। আমরা গর্বিত যে জয়নুল উৎসবের এই আয়োজনে আমরা বার্জার পেইন্টস বাংলাদেশ নিজেদের সম্পৃক্ত রাখতে পেরেছি।’

এবারের উৎসবে প্রতিবারের মতো অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা হস্তশিল্পীরা। মেলায় ছিল শোলা ও বেতের শিল্পকর্ম, শীতল পাটি, মাটির টেপা পুতুল, আঁকা ছবি, বায়োস্কোপের বাক্সসহ লোকজ শিল্পকর্ম। বিক্রি হয় চারুকলার শিক্ষার্থীদের হাতে বানানো মাটির সরা। মেলায় এবার নতুন সংযোজন হয়েছিল বার্জার পেইন্টসের ভিন্নধর্মী এক আয়োজন, ‘পেইন্ট ইউর ইমাজিনেশন’। স্টলে রাখা এক সাদাকালো ক্যানভাসকে অতিথিরা নিজেদের মনের মতো রঙে রঙিন করছেন।

জন্মলগ্ন থেকেই আমাদের দেশের শিল্প-সংস্কৃতির সঙ্গে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড নিবিড়ভাবে জড়িত। তারই ধারাবাহিকতায় দেশের চিত্রকলার সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সঙ্গেও গত ৩ দশক ধরে ওতপ্রোতভাবে জড়িত দেশের শীর্ষ পেইন্ট সলিউশন ব্র্যান্ড বার্জারের নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত