Ajker Patrika

মেসিদের আর্জেন্টিনার ব্র্যান্ড পার্টনার হলো বাংলাদেশের বিকাশ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ মে ২০২৩, ১২: ০৭
মেসিদের আর্জেন্টিনার ব্র্যান্ড পার্টনার হলো বাংলাদেশের বিকাশ

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হয়েছে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ। আজ সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে এই তথ্য জানিয়ে ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন্স শামসুদ্দিন হায়দার ডালিম আজকের পত্রিকাকে বলেন, পাঁচ মাস ধরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে এটি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে তাদের সঙ্গে চুক্তি হয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিকাশের সঙ্গে চুক্তির পোস্ট করা হয়েছে।শামসুদ্দিন হায়দার বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল এবং আর্জেন্টিনার মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের একটি ভালোবাসার সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বিকাশ একটি সেতু হিসেবে কাজ করবে বলে আমাদের বিশ্বাস। এর জন্য বাংলাদেশে আর্জেন্টিনা ভক্ত ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ।’

বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবারের মতো ২০২২ বিশ্বকাপেও আর্জেন্টিনা দল বাংলাদেশি ভক্তদের কাছ থেকে যে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছে, সেই আবেগ আর প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বিশ্বকাপজয়ী দলের সঙ্গে বিকাশের এই ব্র্যান্ড পার্টনারশিপ।

বিকাশের সঙ্গে এই অংশীদারত্বের বিষয়ে এক বিবৃতিতে এএফএর প্রেসিডেন্ট ক্লাউদিও ফ্যাবিয়ান তাপিয়া বলেছেন, ‘আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল বিশ্বকাপজুড়েই বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন পেয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রথম বাংলাদেশি আঞ্চলিক ব্র্যান্ড পার্টনার হিসেবে বিশ্বনন্দিত ফিনটেক কোম্পানি বিকাশকে পেয়ে ভীষণ আনন্দিত।’
 
বিবৃতিতে বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘মানুষের ক্ষমতায়ন ও বিনোদনকে এক সুতোয় গেঁথে সারা বিশ্বকে একত্রিত করে ফুটবল। ধ্রুপদী ও ছন্দময় আর্জেন্টিনীয় ফুটবল এবং তাদের তারকা-সমৃদ্ধ দলগুলো যুগ যুগ ধরে সারা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশি ভক্তদের প্রাণঢালা সমর্থন বিশ্বব্যাপী অকুণ্ঠ প্রশংসা পেয়েছে। বিশ্বের শীর্ষ ফুটবল দল আর্জেন্টিনা এবং লিওনেল মেসির মতো খেলোয়াড়েরা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্র্যান্ড বিকাশের সহযোগী হতে আগ্রহী হয়েছেন। খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে এই অংশীদারিত্ব সৌহার্দ্যের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।’

এএফএর চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার লিয়ান্দ্রো পিটারসেন বলেন, ‘গত পাঁচ বছরে আমরা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি ও বিশ্বব্যাপী বাণিজ্যিক সুযোগ সৃষ্টির জন্য একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য স্থাপন করেছি। সেই ধারাবাহিকতায়, এএফএর স্পষ্ট দিকনির্দেশনা ও আন্তরিকভাবে কাজ করার ফলই হলো বিকাশের সঙ্গে আজকের এই আঞ্চলিক ব্র্যান্ড পার্টনারশিপ। চীন, ভারত, মধ্যপ্রাচ্যের পর এখন বাংলাদেশেও এএফএ ব্র্যান্ডের বৈশ্বিক সম্প্রসারণ হলো। এএফএ এবং বিকাশ যৌথভাবে একে অপরের প্রচারণায় ও ব্র্যান্ড ভেল্যু বাড়াতে কাজ করবে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত