Ajker Patrika

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানীর বার্ষিক সভা অনুষ্ঠিত 

বিজ্ঞপ্তি
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানীর বার্ষিক সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভার্চ্যুয়ালি এ সভা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  সভায় ২০২৩ সালের নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন এবং ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব মোস্তফা কামাল। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির পরিচালক বিউটি আক্তার, ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, মো. আলমগীর হোসেন খান, মনজুর মো. সাইফুল আজম, তাহমিনা বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, ওয়াশিকুর রহমান, তানভীর আহমেদ মোস্তফা, বেলায়েত হোসেন ভূইয়া, মোহাম্মদ সাইদ আহমেদ রাজা, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানা উল্লাহ, প্রধান অর্থ কর্মকর্তা শেখ বিল্লাল হোসেন।

ভার্চ্যুয়ালি এ সভায় আরও অংশ নেন কোম্পানির অডিটর মেসার্স রহমান মোস্তফা আলম এন্ড কোং চার্টার্ড একাউন্টেন্টসের পরিচালক ইশরাত জেবিন ও এ. কে. এম. আমিনুল হক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অর্থ ও হিসাব) মো. ফিরোজুল ইসলাম ও কোম্পানি সচিব মো. মাসুদ রানাসহ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের শেয়ারহোল্ডাররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত