Ajker Patrika

বিনিয়োগকারীদের পুঁজি কমল ২,৭৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিনিয়োগকারীদের পুঁজি কমল ২,৭৫০ কোটি টাকা

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব বিরাজ করছে পুঁজিবাজারেও। এতে গত সপ্তাহে পতন দেখা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সপ্তাহটিতে বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছেন ২ হাজার ৭৫০ কোটি টাকা। 

সদ্য শেষ হওয়া সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭২ হাজার ৪৯১ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ২৫৫ টাকায়, যা আগের সপ্তাহের শেষ দিনে ছিল ৭ লাখ ৭৫ হাজার ২৪২ কোটি ৫১ লাখ ৫২ হাজার ২২৪ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ২ হাজার ৭৫০ কোটি ৯৫ লাখ ৭৭ হাজার ৯৬০ টাকা। 

সপ্তাহটিতে লেনদেন হয়েছে ২ হাজার ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের সপ্তাহে ছিল ২ হাজার ১৭৫ কোটি ২৭ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ১৭৩ কোটি ১৭ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ২১৫টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৩ পয়েন্টে।

মন্দা পুঁজিবাজারেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে একশ্রেণির বিনিয়োগকারীদের কাছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার পছন্দের শীর্ষে ছিল। মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় ২৮ শতাংশ। 

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৭ দশমিক ৫৯ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত