নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে এক মাসের ব্যবধানে প্রায় ৮ হাজার শতাংশ বেড়েছে এসএমই প্ল্যাটফর্মের হিমাদ্রি লিমিটেডের শেয়ারের দাম। এমন অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে কোম্পানির শেয়ারের লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গত ৩০ আগস্ট বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে এক চিঠিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
হিমাদ্রির শেয়ার দরের অস্বাভাবিক গতিবিধির জন্য গত ২৭ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেনের ওপর এই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ, স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে থাকার শর্ত পরিপালন করতে ব্যর্থ হওয়ায় হিমাদ্রি লিমিটেডকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় সাড়ে ৬ বছর ওটিসিতে থাকার পর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে কোম্পানিটিকে এসএমই বোর্ডে স্থানান্তর করা হয়।
ওটিসি মার্কেটে সর্বশেষ ২০১৪ সালের ৮ মার্চ হিমাদ্রির শেয়ার কেনাবেচা হয়। সেদিন এর শেয়ারের দাম ছিল ৮ টাকা। এসএমইতে তালিকাভুক্তির পর ২৭ এপ্রিল শেয়ারটির দাম বেড়ে হয় ৩৮ টাকা ৮০ পয়সা। এর পর থেকে টানা দাম বাড়তে থাকে কোম্পানিটির শেয়ারের। গতকাল বুধবার শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৩ হাজার ৩৭৬ টাকা। অর্থাৎ চার মাসে শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশ।
এদিকে ডিএসইকে তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনও (৩১ আগস্ট) ডিএসইতে হিমাদ্রির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে। দিনশেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৩ টাকা ৭০ পয়সা।
এর আগে গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ার দর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। ২৯ আগস্ট শেয়ারদর ৩ হাজার ৬৯ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ৩ হাজার ৩০ টাকা ৪০ পয়সা বা ৭ হাজার ৮১০ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারে এক মাসের ব্যবধানে প্রায় ৮ হাজার শতাংশ বেড়েছে এসএমই প্ল্যাটফর্মের হিমাদ্রি লিমিটেডের শেয়ারের দাম। এমন অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে কোম্পানির শেয়ারের লেনদেন তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গত ৩০ আগস্ট বিএসইসির সার্ভেইলেন্স বিভাগ থেকে এক চিঠিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
হিমাদ্রির শেয়ার দরের অস্বাভাবিক গতিবিধির জন্য গত ২৭ এপ্রিল থেকে ২৯ আগস্ট পর্যন্ত সময়ের লেনদেনের ওপর এই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
উল্লেখ, স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে থাকার শর্ত পরিপালন করতে ব্যর্থ হওয়ায় হিমাদ্রি লিমিটেডকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তরিত করা হয়েছিল। প্রায় সাড়ে ৬ বছর ওটিসিতে থাকার পর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে কোম্পানিটিকে এসএমই বোর্ডে স্থানান্তর করা হয়।
ওটিসি মার্কেটে সর্বশেষ ২০১৪ সালের ৮ মার্চ হিমাদ্রির শেয়ার কেনাবেচা হয়। সেদিন এর শেয়ারের দাম ছিল ৮ টাকা। এসএমইতে তালিকাভুক্তির পর ২৭ এপ্রিল শেয়ারটির দাম বেড়ে হয় ৩৮ টাকা ৮০ পয়সা। এর পর থেকে টানা দাম বাড়তে থাকে কোম্পানিটির শেয়ারের। গতকাল বুধবার শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ৩ হাজার ৩৭৬ টাকা। অর্থাৎ চার মাসে শেয়ারটির দাম বেড়েছে প্রায় ১০০ শতাংশ।
এদিকে ডিএসইকে তদন্তের নির্দেশ দেওয়ার পরদিনও (৩১ আগস্ট) ডিএসইতে হিমাদ্রির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়েছে। দিনশেষে শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৩ টাকা ৭০ পয়সা।
এর আগে গত ২৭ এপ্রিল হিমাদ্রির শেয়ার দর ছিল ৩৮ টাকা ৮০ পয়সা। ২৯ আগস্ট শেয়ারদর ৩ হাজার ৬৯ টাকা ২০ পয়সায় দাঁড়ায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ৩ হাজার ৩০ টাকা ৪০ পয়সা বা ৭ হাজার ৮১০ শতাংশ বেড়েছে।
দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালকেরা বাজার থেকে কোম্পানির শেয়ার কেনায় ঝুঁকেছেন। এরই মধ্যে কোম্পানিটির পরিচালক অঞ্জন চৌধুরী ১৫ লাখ শেয়ার কেনার কার্যক্রম সম্পন্ন করেছেন। অন্যদিকে কোম্পানির চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী আগামী কয়েক কার্যদিবসের মধ্যে ১৫ লাখ শেয়ার কেনার
৭ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে কনটেইনারের জট ভয়াবহ আকার নিয়েছে, বিশেষ করে ঢাকার কমলাপুর আইসিডিগামী কনটেইনারগুলোর ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। ট্রেনের ইঞ্জিনের সংকটে নির্ধারিত সময়ে মালপত্র খালাস করা সম্ভব হচ্ছে না। ফলে আইসিডি ইয়ার্ডে ধারণক্ষমতার চেয়ে বেশি কনটেইনার জমেছে।
২২ মিনিট আগেতরুণেরা দেশের শক্তি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাঁদের অংশগ্রহণ ও মতামত দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। শিক্ষা, কর্মসংস্থান, বাক্স্বাধীনতা ও জলবায়ু পরিবর্তনকে তরুণেরা প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন। তাঁরা এসব ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দি
১ ঘণ্টা আগেঋণ থেকে মুক্তির জন্য এক্সিট (বন্ধ) নতুন নীতিমালা প্রণয়ন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় খেলাপি গ্রাহকেরা এখন মাত্র ৫ শতাংশ এককালীন পরিশোধ (ডাউন পেমেন্ট) করে তিন বছরের মধ্যে পুরো ঋণ পরিশোধের সুযোগ পাবেন। গত ৮ জুলাই জারি করা প্রজ্ঞাপনে এই ডাউন পেমেন্টের পরিমাণ ছিল মোট ঋণের ১০ শতাংশ।
১ ঘণ্টা আগে