অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) জানিয়েছে, আগামী বছর প্রথমবারের মতো বিমানযাত্রীর সংখ্যা ৫০০ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে এবং এই খাতের রাজস্ব আয় ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার অতিক্রম করবে।
আজ মঙ্গলবার আইএটিএর বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালে যাত্রী সংখ্যা ৫২০ কোটিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেশি। একই সঙ্গে, জ্বালানি ও তেলের দাম কমার ফলে এই শিল্পে মোট রাজস্বের পরিমাণ ১ দশমিক ০০৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
আইএটিএ বলেছে, প্রথমবারের মতো এই শিল্পের রাজস্ব ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করবে।’ রাজস্ব ২০২৪ সালের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আইএটিএর প্রধান অর্থনীতিবিদ মেরি ওয়েনস থমসেন জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মহামারি–পরবর্তী সময়ে এই আর্থিক উন্নতি সত্যিই উদযাপনের যোগ্য।’
আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশ এক বিবৃতিতে বলেন, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ, অবকাঠামোগত ঘাটতি, কঠোর নিয়মাবলী এবং ক্রমবর্ধমান করের বোঝা থাকা সত্ত্বেও আমরা ৩৬ দশমিক ৬ বিলিয়ন ডলার মুনাফার প্রত্যাশা করছি।
আইএটিএ প্রায় ৩৪০টি সংস্থার প্রতিনিধিত্ব করে, যা বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতের ৮০ শতাংশ পরিচালনা করে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকেই বিমান সংস্থাগুলো বাড়তি জ্বালানি খরচের চাপের মুখে পড়েছে। তবে আইএটিএ বলছে, আগামী বছর এই চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। জেট ফুয়েলের গড় মূল্য প্রতি ব্যারেল ৮৭ ডলারে নেমে আসবে, যা ২০২৪ সালে ছিল ৯৯ ডলার।
আইএটিএ বলছে, তেলের দাম কমা এবং এর ফলে জ্বালানির খরচ কমে যাওয়া এয়ারলাইনগুলোর উন্নতির অন্যতম প্রধান কারণ হবে। তবে, যদি কোনো কারণে এই বিষয়গুলো বাস্তবায়িত না হয়, তাহলে পূর্বাভাসে পরিবর্তন আসতে পারে।
বিশ্বব্যাপী বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) জানিয়েছে, আগামী বছর প্রথমবারের মতো বিমানযাত্রীর সংখ্যা ৫০০ কোটির মাইলফলক ছাড়িয়ে যাবে এবং এই খাতের রাজস্ব আয় ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার অতিক্রম করবে।
আজ মঙ্গলবার আইএটিএর বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালে যাত্রী সংখ্যা ৫২০ কোটিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ৬ দশমিক ৭ শতাংশ বেশি। একই সঙ্গে, জ্বালানি ও তেলের দাম কমার ফলে এই শিল্পে মোট রাজস্বের পরিমাণ ১ দশমিক ০০৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
আইএটিএ বলেছে, প্রথমবারের মতো এই শিল্পের রাজস্ব ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করবে।’ রাজস্ব ২০২৪ সালের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আইএটিএর প্রধান অর্থনীতিবিদ মেরি ওয়েনস থমসেন জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মহামারি–পরবর্তী সময়ে এই আর্থিক উন্নতি সত্যিই উদযাপনের যোগ্য।’
আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশ এক বিবৃতিতে বলেন, সরবরাহ শৃঙ্খলের চ্যালেঞ্জ, অবকাঠামোগত ঘাটতি, কঠোর নিয়মাবলী এবং ক্রমবর্ধমান করের বোঝা থাকা সত্ত্বেও আমরা ৩৬ দশমিক ৬ বিলিয়ন ডলার মুনাফার প্রত্যাশা করছি।
আইএটিএ প্রায় ৩৪০টি সংস্থার প্রতিনিধিত্ব করে, যা বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতের ৮০ শতাংশ পরিচালনা করে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকেই বিমান সংস্থাগুলো বাড়তি জ্বালানি খরচের চাপের মুখে পড়েছে। তবে আইএটিএ বলছে, আগামী বছর এই চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। জেট ফুয়েলের গড় মূল্য প্রতি ব্যারেল ৮৭ ডলারে নেমে আসবে, যা ২০২৪ সালে ছিল ৯৯ ডলার।
আইএটিএ বলছে, তেলের দাম কমা এবং এর ফলে জ্বালানির খরচ কমে যাওয়া এয়ারলাইনগুলোর উন্নতির অন্যতম প্রধান কারণ হবে। তবে, যদি কোনো কারণে এই বিষয়গুলো বাস্তবায়িত না হয়, তাহলে পূর্বাভাসে পরিবর্তন আসতে পারে।
২ বছর পূর্ণ করে বাংলাদেশে তৃতীয় বছরে পা দিল তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান ‘কই তে’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির গুলশান আউটলেটে এক বিশেষ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘কই তে’র সিইও এবং প্রতিষ্ঠাতা কোয়ে মা, চিফ বিজনেস অফিসার মি লাউ ইয়ং কিয়ং, কই তে বাংলাদেশের এবং ট্যাড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক...
২১ ঘণ্টা আগেইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগিতায় সার্কুলার ইকোনমি নিয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২১ ঘণ্টা আগেদেশজুড়ে উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে নেওয়া ফ্ল্যাগশিপ কর্মসূচি জিপি অ্যাক্সিলারেটরের ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার’ সাফল্য উদ্যাপন করেছে গ্রামীণফোন। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গালা নাইট আয়োজনের মাধ্যমে অনুপ্রেরণামূলক এই উদ্যোগ উদ্যাপন করে
২১ ঘণ্টা আগেঈদ উৎসবকে আরও জমজমাট করে তুলতে চলে এসেছে শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড বাটার নতুন কালেকশন ‘স্টারলাইট’। অনন্য এই কালেকশন আপনার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি ঈদের আনন্দকেও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার রুচি ক্ল্যাসিক বা আধুনিক—যেমনই হোক না কেন, বাটার নতুন এই কালেকশন আপনার প্রতিটি মুহূর্তকে আরও বেশি আনন্দদায়ক
১ দিন আগে