অনলাইন ডেস্ক
গত ৩০ নভেম্বর থেকে শুরু হয়েছে ম্যান্ডারিন বা চীনা কমলা রপ্তানির মৌসুম। ভুটান এরই মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৭০৩ বাক্স কমলা বাংলাদেশে রপ্তানি করেছে। এ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৩ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার আয় করেছে দেশটি।
ভুটানের কৃষি বিপণন ও সমবায় বিভাগের তথ্য অনুযায়ী, ২৭ জন রপ্তানিকারক পাঁচটি প্রধান গেটওয়ে—গেলেপু, সামদ্রুপজংখার, সামটসে, ফুয়েনশোলিং এবং নংগলাম—ব্যবহার করে এই রপ্তানি কার্যক্রম পরিচালনা করছেন। এ মৌসুমে মোট ৫২৫টি ট্রাক ব্যবহার করা হয়েছে।
গেলেপু রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে, যেখানে ১ লাখ ৭ হাজার ৯৪৩ বাক্স ম্যান্ডারিন রপ্তানি করে ১৩ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার আয় হয়েছে। এই গেটওয়েতে ১৫ জন রপ্তানিকারক ৩০৩টি ট্রাক ব্যবহার করেছেন। সামদ্রুপজংখার ২৩ হাজার ৯২৯ বাক্স রপ্তানি করে ৩ লাখ ২ হাজার মার্কিন ডলার আয় করেছে। সামটসে ২২ হাজার ৪৬০ বাক্স রপ্তানি করে ২ লাখ ৮৯ হাজার মার্কিন ডলার আয় করেছে, যেখানে তিনজন রপ্তানিকারক জড়িত।
নংগলাম গেটওয়ে ৪৭টি ট্রাক ব্যবহার করে ১৬ হাজার ২৪১ বাক্স রপ্তানি করেছে এবং ফুয়েনশোলিং ১৫ হাজার ১৩০ বাক্স রপ্তানি করেছে। এই দুটি গেটওয়েতে যথাক্রমে দুইজন করে রপ্তানিকারক কাজ করছেন।
রপ্তানিকারকেরা বড় ম্যান্ডারিন (মিল) প্রতি বাক্স ১ হাজার ৪০০ নু (ভুটানি মুদ্রা যা বাংলাদেশি টাকার প্রায় সমান) এবং ছোট ম্যান্ডারিন (কিল) প্রতি বাক্স ১ হাজার ২০০ নু করে বিক্রি করছেন। বাংলাদেশে এসব ম্যান্ডারিনের মূল্য বেড়ে দাঁড়ায় যথাক্রমে প্রতি বাক্স ১৫ ডলার এবং ১২ ডলার।
কমলা উৎপাদন ও রপ্তানিতে ভুটান সরকার নানাভাবে প্রণোদনা দিচ্ছে। এর মধ্যে ভুটান–ভারত সীমান্ত গেটের কাছে রপ্তানি ডিপো নির্মাণ, তহবিল সরবরাহ, রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং বন্যপ্রাণী প্রবেশ রোধে পরিখা খনন ও রাস্তার ধুলি কমাতে পানির ট্যাংকের ব্যবস্থা করা অন্যতম।
ভুটান সরকারের বাণিজ্য পরিসংখ্যান ২০২৩ অনুসারে, দেশটি প্রতি বছর ১৩ কোটি ৩৮ লাখ ২ হাজার ৭৮৮ কেজি ম্যান্ডারিন রপ্তানি করে ৫০ দশমিক ৮৫৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।
প্রধানত বাংলাদেশ এবং ভারতে রপ্তানির জন্য ভুটানে ম্যান্ডারিন উৎপাদিত হয়। ২০২৩ সালে ভুটান প্রায় ২১ হাজার ১৭০ টন ম্যান্ডারিন উৎপাদন করেছে, যেখানে ২০২২ সালে ছিল মাত্র ২ হাজার ৭০৩ টন।
ভুটানের প্রায় সর্বত্র ম্যান্ডারিন উৎপাদিত হয়। দেশজুড়ে মোট ২৬ হাজার ৯৬৩ জন বাণিজ্যিক উৎপাদক রয়েছেন।
গত ৩০ নভেম্বর থেকে শুরু হয়েছে ম্যান্ডারিন বা চীনা কমলা রপ্তানির মৌসুম। ভুটান এরই মধ্যে ১ লাখ ৮৫ হাজার ৭০৩ বাক্স কমলা বাংলাদেশে রপ্তানি করেছে। এ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৩ লাখ ৮৪ হাজার মার্কিন ডলার আয় করেছে দেশটি।
ভুটানের কৃষি বিপণন ও সমবায় বিভাগের তথ্য অনুযায়ী, ২৭ জন রপ্তানিকারক পাঁচটি প্রধান গেটওয়ে—গেলেপু, সামদ্রুপজংখার, সামটসে, ফুয়েনশোলিং এবং নংগলাম—ব্যবহার করে এই রপ্তানি কার্যক্রম পরিচালনা করছেন। এ মৌসুমে মোট ৫২৫টি ট্রাক ব্যবহার করা হয়েছে।
গেলেপু রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে, যেখানে ১ লাখ ৭ হাজার ৯৪৩ বাক্স ম্যান্ডারিন রপ্তানি করে ১৩ লাখ ৫৭ হাজার মার্কিন ডলার আয় হয়েছে। এই গেটওয়েতে ১৫ জন রপ্তানিকারক ৩০৩টি ট্রাক ব্যবহার করেছেন। সামদ্রুপজংখার ২৩ হাজার ৯২৯ বাক্স রপ্তানি করে ৩ লাখ ২ হাজার মার্কিন ডলার আয় করেছে। সামটসে ২২ হাজার ৪৬০ বাক্স রপ্তানি করে ২ লাখ ৮৯ হাজার মার্কিন ডলার আয় করেছে, যেখানে তিনজন রপ্তানিকারক জড়িত।
নংগলাম গেটওয়ে ৪৭টি ট্রাক ব্যবহার করে ১৬ হাজার ২৪১ বাক্স রপ্তানি করেছে এবং ফুয়েনশোলিং ১৫ হাজার ১৩০ বাক্স রপ্তানি করেছে। এই দুটি গেটওয়েতে যথাক্রমে দুইজন করে রপ্তানিকারক কাজ করছেন।
রপ্তানিকারকেরা বড় ম্যান্ডারিন (মিল) প্রতি বাক্স ১ হাজার ৪০০ নু (ভুটানি মুদ্রা যা বাংলাদেশি টাকার প্রায় সমান) এবং ছোট ম্যান্ডারিন (কিল) প্রতি বাক্স ১ হাজার ২০০ নু করে বিক্রি করছেন। বাংলাদেশে এসব ম্যান্ডারিনের মূল্য বেড়ে দাঁড়ায় যথাক্রমে প্রতি বাক্স ১৫ ডলার এবং ১২ ডলার।
কমলা উৎপাদন ও রপ্তানিতে ভুটান সরকার নানাভাবে প্রণোদনা দিচ্ছে। এর মধ্যে ভুটান–ভারত সীমান্ত গেটের কাছে রপ্তানি ডিপো নির্মাণ, তহবিল সরবরাহ, রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং বন্যপ্রাণী প্রবেশ রোধে পরিখা খনন ও রাস্তার ধুলি কমাতে পানির ট্যাংকের ব্যবস্থা করা অন্যতম।
ভুটান সরকারের বাণিজ্য পরিসংখ্যান ২০২৩ অনুসারে, দেশটি প্রতি বছর ১৩ কোটি ৩৮ লাখ ২ হাজার ৭৮৮ কেজি ম্যান্ডারিন রপ্তানি করে ৫০ দশমিক ৮৫৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।
প্রধানত বাংলাদেশ এবং ভারতে রপ্তানির জন্য ভুটানে ম্যান্ডারিন উৎপাদিত হয়। ২০২৩ সালে ভুটান প্রায় ২১ হাজার ১৭০ টন ম্যান্ডারিন উৎপাদন করেছে, যেখানে ২০২২ সালে ছিল মাত্র ২ হাজার ৭০৩ টন।
ভুটানের প্রায় সর্বত্র ম্যান্ডারিন উৎপাদিত হয়। দেশজুড়ে মোট ২৬ হাজার ৯৬৩ জন বাণিজ্যিক উৎপাদক রয়েছেন।
২ বছর পূর্ণ করে বাংলাদেশে তৃতীয় বছরে পা দিল তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান ‘কই তে’। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির গুলশান আউটলেটে এক বিশেষ আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ‘কই তে’র সিইও এবং প্রতিষ্ঠাতা কোয়ে মা, চিফ বিজনেস অফিসার মি লাউ ইয়ং কিয়ং, কই তে বাংলাদেশের এবং ট্যাড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক...
৬ ঘণ্টা আগেইআইবি ও ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের সহযোগিতায় সার্কুলার ইকোনমি নিয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগেদেশজুড়ে উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের লক্ষ্যে নেওয়া ফ্ল্যাগশিপ কর্মসূচি জিপি অ্যাক্সিলারেটরের ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার’ সাফল্য উদ্যাপন করেছে গ্রামীণফোন। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে গালা নাইট আয়োজনের মাধ্যমে অনুপ্রেরণামূলক এই উদ্যোগ উদ্যাপন করে
৬ ঘণ্টা আগেঈদ উৎসবকে আরও জমজমাট করে তুলতে চলে এসেছে শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড বাটার নতুন কালেকশন ‘স্টারলাইট’। অনন্য এই কালেকশন আপনার বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি ঈদের আনন্দকেও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার রুচি ক্ল্যাসিক বা আধুনিক—যেমনই হোক না কেন, বাটার নতুন এই কালেকশন আপনার প্রতিটি মুহূর্তকে আরও বেশি আনন্দদায়ক
৭ ঘণ্টা আগে