নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুজিব বর্ষে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প। তিনি আওয়ামী লীগের দলীয় ও সরকারি বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন সময় এটা বলেছেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৮০ জন ভূমিহীনকে দুই কক্ষের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে ৷ কিন্তু প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন জায়গায় অনিয়ম করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। যে কারণে অনেক ঘর ভেঙে পড়েছে।
কর্মকর্তাদের গাফলতির কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে স্বপ্নের এই পরিকল্পনার। বর্ষার শুরুতে কিছু জায়গায় ঘর ধসে গেছে , নীচু জায়গায় নির্মিত হওয়ায় তলিয়ে গেছে বাড়ি, ব্যবহার করা হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। আছে বরাদ্দে অনিয়মের মতো অভিযোগও।
এরই মধ্যে বিভিন্ন এলাকার অনিয়মের প্রমাণ পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে ৫ কর্মকর্তাকে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে ২২ টি জেলার ৩৬ উপজেলার কর্মকর্তার বিরুদ্ধেও। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রকল্প পরিচালক ড. আহমদ কায়কাউস গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে ইবাদত হিসেবে নিয়েছেন সেটাতে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা।
গত ৪ ও ৫ জুলাই পৃথক পৃথক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলি করা হয়েছে।
ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, বরগুনা আমতলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মুন্সিগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু ও একই উপজেলার সহকারী কমিশনার ভূমি শেখ মেজবাহ উল সাবেরিন। এদের মধ্যে দুজনের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় মামলা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন।
বিষয়টি জানতে আশ্রয়ণ-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এটা নিয়ে কোন অনিয়ম বরদাশত করা হবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে। আমরা তদন্ত করবো। প্রমাণিত হলে চাকুরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মুজিব বর্ষে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প। তিনি আওয়ামী লীগের দলীয় ও সরকারি বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন সময় এটা বলেছেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৮০ জন ভূমিহীনকে দুই কক্ষের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে ৷ কিন্তু প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন জায়গায় অনিয়ম করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। যে কারণে অনেক ঘর ভেঙে পড়েছে।
কর্মকর্তাদের গাফলতির কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে স্বপ্নের এই পরিকল্পনার। বর্ষার শুরুতে কিছু জায়গায় ঘর ধসে গেছে , নীচু জায়গায় নির্মিত হওয়ায় তলিয়ে গেছে বাড়ি, ব্যবহার করা হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। আছে বরাদ্দে অনিয়মের মতো অভিযোগও।
এরই মধ্যে বিভিন্ন এলাকার অনিয়মের প্রমাণ পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে ৫ কর্মকর্তাকে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে ২২ টি জেলার ৩৬ উপজেলার কর্মকর্তার বিরুদ্ধেও। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রকল্প পরিচালক ড. আহমদ কায়কাউস গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে ইবাদত হিসেবে নিয়েছেন সেটাতে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা।
গত ৪ ও ৫ জুলাই পৃথক পৃথক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলি করা হয়েছে।
ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, বরগুনা আমতলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মুন্সিগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু ও একই উপজেলার সহকারী কমিশনার ভূমি শেখ মেজবাহ উল সাবেরিন। এদের মধ্যে দুজনের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় মামলা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন।
বিষয়টি জানতে আশ্রয়ণ-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এটা নিয়ে কোন অনিয়ম বরদাশত করা হবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে। আমরা তদন্ত করবো। প্রমাণিত হলে চাকুরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫