Ajker Patrika

আশ্রয়ণ প্রকল্পে নয়ছয়, পাঁচ কর্মকর্তা ওএসডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৮
আশ্রয়ণ প্রকল্পে নয়ছয়, পাঁচ কর্মকর্তা ওএসডি

মুজিব বর্ষে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প। তিনি আওয়ামী লীগের দলীয় ও সরকারি বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন সময় এটা বলেছেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এরই মধ্যে ১ লাখ ১৮ হাজার ৩৮০ জন ভূমিহীনকে দুই কক্ষের ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে ৷ কিন্তু প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন জায়গায় অনিয়ম করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। যে কারণে অনেক ঘর ভেঙে পড়েছে।  

কর্মকর্তাদের গাফলতির কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে স্বপ্নের এই পরিকল্পনার। বর্ষার শুরুতে কিছু জায়গায় ঘর ধসে গেছে , নীচু জায়গায় নির্মিত হওয়ায় তলিয়ে গেছে বাড়ি, ব্যবহার করা হয়েছে নিম্নমানের  নির্মাণ সামগ্রী। আছে বরাদ্দে অনিয়মের মতো অভিযোগও।

এরই মধ্যে বিভিন্ন এলাকার অনিয়মের প্রমাণ পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে ৫ কর্মকর্তাকে ওএসডি বা বিশেষ ভারপ্রাপ্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে ২২ টি জেলার ৩৬ উপজেলার কর্মকর্তার বিরুদ্ধেও। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও প্রকল্প পরিচালক ড. আহমদ কায়কাউস গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে ইবাদত হিসেবে নিয়েছেন সেটাতে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা। 

গত ৪ ও ৫ জুলাই পৃথক পৃথক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলি করা হয়েছে। 

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, বরগুনা আমতলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মুন্সিগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু ও একই উপজেলার সহকারী কমিশনার ভূমি শেখ মেজবাহ উল সাবেরিন। এদের মধ্যে দুজনের বিরুদ্ধে এরই মধ্যে বিভাগীয় মামলা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন।

বিষয়টি জানতে আশ্রয়ণ-৩ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এটা নিয়ে কোন অনিয়ম বরদাশত করা হবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে। আমরা তদন্ত করবো। প্রমাণিত হলে চাকুরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত