Ajker Patrika

বাবার হাতের কবজি কেটে দিল ছেলে

মাগুরা প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭: ৫৭
বাবার হাতের কবজি কেটে দিল ছেলে

মাগুরা সদর উপজেলায় শহীদুল হক সাধু (৭০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হাতের কবজি কেটে দিয়েছে তাঁর ছেলে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হাজরাপুর ইউনিয়নের উথলি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শহীদুল মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে ছেলে হানিফ মিয়া (৪৫) পলাতক রয়েছেন।

শহীদুল হকের বড় ছেলে গোলাম মোস্তফা বলেন, আমরা দুই ভাই। হানিফ ছোট। তার সঙ্গে আব্বার কিছুদিন আগে একটা জমি কেনা নিয়ে বিরোধ হয়। জমিটা আমার জামাতা (সিঙ্গাপুর প্রবাসী) কিনে দিতে বলেন। আব্বা এখানে মধ্যস্থতাকারী। কিন্তু হানিফের ধারণা এটা বাবারই জমি। তাই সে ভাগ চাইতে আসে এক সপ্তাহ ধরে। না দিলে বাবাকে হত্যার হুমকি দেয়। গ্রামের মেম্বার ও চেয়ারম্যানকে জানালে তাঁরা পুলিশের কাছে অভিযোগ দিতে বলেন।

মোস্তফা জানান, অভিযোগ দেওয়া হয় কয়েকবার। এরপর হানিফকে জরিমানা করা হয়। জরিমনার টাকা পরে বাবার কাছে ফেরত দেয় সালিস পক্ষ। সেই ৬০ হাজার টাকা হানিফ চাইতে যায়। গতকাল সকালে স্থানীয় ইছাখাদা বাজার এলাকায় জাহাঙ্গীরের দোকানে চা পান অবস্থায় হানিফ ছুরি নিয়ে উপস্থিত হয়। বাবার কাছে টাকা দাবি করে, অন্যথায় হত্যার হুমকি দেন। বাবা বিষয়টা গুরুত্ব দেননি। তখনই হানিফ চায়ের দোকানের সবার সামনে ছুরি নিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ছুরির কোপে বাবার বাম হাতের কবজি কেটে সেখানে পড়ে যায়।

হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জানান, হানিফ একটা বেয়াদব ছেলে। সে নেশাগ্রস্ত। এলাকা থেকে তাকে নিয়ে অনেকবার সালিস হয়েছে। কিন্তু দুদিন পর সে আবার নানাজনের সঙ্গে ঝামেলা করে। আমি এই ঘটনা শোনার পর এলাকার সবাইকে বলেছি যেখানে তাকে পাবে ধরে পুলিশের হাতে দেওয়ার।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম বলেন, শহীদুল হকের চিকিৎসা চলছে। এ ঘটনায় লিখিতভাবে কেউ অভিযোগ করেনি। এরপরও জেলা পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত