বগুড়া প্রতিনিধি
বগুড়ায় তুচ্ছ ঘটনাকে ঘিরে সদর আসনের সংসদ সদস্য (এমপি) রাগেবুল আহসান ওরফে রিপুর উপস্থিতিতে সদর পুলিশ ফাঁড়ির ভেতরে যুবলীগের দুই নেতাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলছেন সংসদ সদস্য।
হামলায় আহত যুবলীগ নেতা জিয়াদুশ শরীফ (পরাগ) বর্তমানে মোহাম্মদ আলী হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তিনি জেলা যুবলীগের উপপ্রচার সম্পাদক। তাঁর সঙ্গে জেলা যুবলীগের সদস্য শিহাব উল আলমও (আদনান) হামলার শিকার হয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর নয়। আর বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।
পুলিশ ও যুবলীগ সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু শহরের সাতমাথায় জিলা স্কুলের পার্শ্বে থেকে মুজিব মঞ্চের দিকে আসার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। মোটরসাইকেল চালাচ্ছিলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা পিরব ইউনিয়নের চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টনের কলেজশিক্ষার্থী ছেলে আবির।
মোটরসাইকেলচালক ক্ষমা চাইলে ঘটনাটি তাৎক্ষণিক মিটে যায়। তবে কলেজশিক্ষার্থী আবিরের সঙ্গে সদর আসনের এমপি রিপুর ছেলে প্রতীত আহসান ৩০ থেকে ৪০ জনকে নিয়ে ঘটনাস্থলে এলে পুনরায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ বিষয়টি সমাধানের জন্য সেখানে উপস্থিত ছাত্রলীগ, যুবলীগ নেতাদের এবং আবির ও প্রতীতকে নিয়ে যায়। রাত ১১টার দিকে সেখানে যান এমপি রিপু।
সঙ্গে তাঁর নেতা-কর্মীরাও যান। যুবলীগ নেতা পরাগ জানান, তিনি এমপিকে মূল ঘটনা জানাতে পুলিশ ফাঁড়ির অফিস কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ওপর হামলা হয়। এই হামলা করেন এমপির সঙ্গে আসা লোকজন। এ সময় তাঁকে এলোপাতাড়ি পেটানো হয়। এ সময় জেলা যুবলীগের সদস্য আদনানকেও পেটানো হয়। পরে যুবলীগ নেতা পরাগকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে মানববন্ধন করেছে বগুড়া শহর যুবলীগ। এ প্রসঙ্গে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেন, এমপির উপস্থিতিতে যুবলীগ নেতাদের ওপর হামলা হয়েছে। এটি ন্যক্কারজনক। এ বিষয়ে জানতে চাইলে এমপি রিপু বলেন, ঘটনাটি দুঃখজনক।
বগুড়ায় তুচ্ছ ঘটনাকে ঘিরে সদর আসনের সংসদ সদস্য (এমপি) রাগেবুল আহসান ওরফে রিপুর উপস্থিতিতে সদর পুলিশ ফাঁড়ির ভেতরে যুবলীগের দুই নেতাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলছেন সংসদ সদস্য।
হামলায় আহত যুবলীগ নেতা জিয়াদুশ শরীফ (পরাগ) বর্তমানে মোহাম্মদ আলী হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তিনি জেলা যুবলীগের উপপ্রচার সম্পাদক। তাঁর সঙ্গে জেলা যুবলীগের সদস্য শিহাব উল আলমও (আদনান) হামলার শিকার হয়েছেন। তবে তাঁর আঘাত গুরুতর নয়। আর বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।
পুলিশ ও যুবলীগ সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু শহরের সাতমাথায় জিলা স্কুলের পার্শ্বে থেকে মুজিব মঞ্চের দিকে আসার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। মোটরসাইকেল চালাচ্ছিলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা পিরব ইউনিয়নের চেয়ারম্যান আসিফ মাহমুদ মিল্টনের কলেজশিক্ষার্থী ছেলে আবির।
মোটরসাইকেলচালক ক্ষমা চাইলে ঘটনাটি তাৎক্ষণিক মিটে যায়। তবে কলেজশিক্ষার্থী আবিরের সঙ্গে সদর আসনের এমপি রিপুর ছেলে প্রতীত আহসান ৩০ থেকে ৪০ জনকে নিয়ে ঘটনাস্থলে এলে পুনরায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ বিষয়টি সমাধানের জন্য সেখানে উপস্থিত ছাত্রলীগ, যুবলীগ নেতাদের এবং আবির ও প্রতীতকে নিয়ে যায়। রাত ১১টার দিকে সেখানে যান এমপি রিপু।
সঙ্গে তাঁর নেতা-কর্মীরাও যান। যুবলীগ নেতা পরাগ জানান, তিনি এমপিকে মূল ঘটনা জানাতে পুলিশ ফাঁড়ির অফিস কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ওপর হামলা হয়। এই হামলা করেন এমপির সঙ্গে আসা লোকজন। এ সময় তাঁকে এলোপাতাড়ি পেটানো হয়। এ সময় জেলা যুবলীগের সদস্য আদনানকেও পেটানো হয়। পরে যুবলীগ নেতা পরাগকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে মানববন্ধন করেছে বগুড়া শহর যুবলীগ। এ প্রসঙ্গে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেন, এমপির উপস্থিতিতে যুবলীগ নেতাদের ওপর হামলা হয়েছে। এটি ন্যক্কারজনক। এ বিষয়ে জানতে চাইলে এমপি রিপু বলেন, ঘটনাটি দুঃখজনক।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে