বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা, শ্রীঘরে

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২২, ১৩: ৫৭
Thumbnail image

দুই নারীকে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে রাজশাহীর মোহনপুর উপজেলার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. আয়েজউদ্দীন। বাড়ি উপজেলার বাটুপাড়া গ্রামে। গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বাটুপাড়া গ্রামের সীমা খাতুন ও তাঁর মামাতো ভাইয়ের স্ত্রী মেরিনা বেগমকে মরিশাসে পাঠানোর প্রলোভন দেখিয়েছিলেন আয়েজউদ্দীন। এ জন্য তাঁদের প্রত্যেকের কাছ থেকে তিনি ১ লাখ ১০ হাজার করে টাকা হাতিয়ে নেন। এ ছাড়া পাসপোর্ট করার নামে প্রত্যেকের কাছ থেকে নেন আরও ২৪ হাজার টাকা। কিন্তু দুই নারী খোঁজ নিয়ে জানতে পারেন, পাসপোর্ট করতে খরচ হয় মাত্র ৬ হাজার ৩২৫ টাকা। এতেই আয়েজউদ্দীনের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তাঁরা।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম আরও বলেন, এ কারণে শনিবার বিকেলে আয়েজউদ্দীনের বাড়ি গিয়ে টাকা ফেরত চান সীমা ও মেরিনা। কিন্তু আয়েজউদ্দীন তাঁদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। তাই তাঁরা বিষয়টি পুলিশকে জানান। এরপর পুলিশ অভিযান চালিয়ে আয়েজউদ্দীনকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আয়েজউদ্দীনকে আলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত