মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২১, ১৭: ১৪

ঢাকা:গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের টাউনহল বাজার এলাকায় অভিযান চালিয়ে এক হেরোইন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব বলছে, মাস্ক, স্যানিটাইজার পরিবহনের জন্য মুভমেন্ট পাস নিয়ে তিনি হেরোইনের চালান পরিবহন করছিলেন। এই মাদক কারবারির নাম সৌমিক আহম্মেদ সিদ্দিকী।

র‍্যাব–২–এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এ ব্যাপারে বলেন, করোনা পরিস্থিতির এই সময়ে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা রয়েছে। আর এই সুযোগে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহের জন্য মুভমেন্ট পাস নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক পরিবহন করে ঢাকায় আনা হচ্ছিল। পাস থাকায় পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে তল্লাশিও করেনি। সুযোগ কাজে লাগিয়ে ঘুরে ঘুরে রাজধানীর বিভিন্ন মাদক কারবারির হাতে এই চালান পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, ঢাকায় হেরোইনের একটি চালান আসছে। টাউনহল বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের এই সদস্যকে গ্রেপ্তার করি। এসময় তার কাছ থেকে ৩২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তারকৃত সৌমিক দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিক্রি করে আসছিলেন। তাঁর কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেসব যাচাই বাছাই করে ভবিষ্যতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা হবে।

এদিকে মুভমেন্ট পাস নিতে এ পর্যন্ত সারাদেশে রেজিস্ট্রেশন করেছেন ৯ লাখ ৩৯ হাজার ৬৫৯ হাজার মানুষ। ওয়েবসাইটে হিট পড়েছে প্রায় ২০ কোটি।

পুলিশ সদরদপ্তর সূত্র বলছে, একসঙ্গে এতো আবেদনের চাপে হিমশিম খাচ্ছে সার্ভার। ফলে মাঝেমধ্যে সেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে। অনেক সময় ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। চাপ সামলাতে আরও ২০টি সার্ভার যোগ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিল্পকলার মঞ্চে অভিনয় না করার অনুরোধ মহাপরিচালকের, ক্ষোভ জানালেন মামুনুর রশীদ

আদালতের নিরাপত্তায় বিশেষ বাহিনী চান বিচারকেরা

ইস্টার্ন রিফাইনারি: ১৮ কোটি টাকার কুলিং টাওয়ারের সবই নকল

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত