নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফীকে জালিয়াতি করে পাসপোর্ট দেওয়ার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার বিকেলে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এ টি এম আবু আসাদ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ‘এই ঘটনার তদন্ত চলছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি।’
ঢাকা জেলার বরখাস্তকৃত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবদুল্লাহিল কাফী গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আগে সাভারে ছাত্র–জনতার আন্দোলনে নিহতদের লাশ পোড়ানোর ঘটনার মামলার আসামি।
সরকার পতনের পর সরকারি পাসপোর্টধারী কাফী মিথ্যা তথ্য দিয়ে ও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের ‘ম্যানেজ করে’ এক দিনেই সাধারণ পাসপোর্ট সংগ্রহ করেন।
নতুন পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়ার চেষ্টাকালে গত ২ সেপ্টেম্বর তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। পরে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পাসপোর্ট অধিদপ্তরের সূত্র জানিয়েছে, গত ১৫ আগস্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আগারগাঁওয়ে আগের অফিশিয়াল পাসপোর্টের তথ্য গোপন করে (যার নম্বর বিজি ০০১৭১৭২) জমা দিতে আসলে তার জমার সব প্রক্রিয়া শেষ করেন উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। কাফী নির্ধারিত ১০১ নম্বর কক্ষে না গিয়ে তিনি সরাসরি উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের ১০৩ নম্বর রুমে আবেদনের হার্ড কপি জমা দেন। সেটি তিনি ই–পাসপোর্টের ইন্টারভিউ মডিউলে জমার অনুমোদন দেন। মূলত তাঁর সহযোগিতায় আবদুল্লাহিল কাফী ওই দিন অতি জরুরি পাসপোর্টটি গ্রহণ করেন যার নম্বর–(এ ০৮৭৫৭০৪৬)।
বিষয়টি জানাজানি হওয়ার পর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাফীর পাসপোর্ট বাতিল করার নির্দেশ দেয়। এরপর তাঁর পাসপোর্ট বাতিল করা হয়।
গত ৩ অক্টোবর তাঁর পাসপোর্ট জালিয়াতি নিয়ে আজকের পত্রিকায় ‘লাশ পোড়ানোর নির্দেশদাতা এএসপি আবদুল্লাহিল কাফী পাসপোর্ট পান এক দিনেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর তিন দিন পর ৬ অক্টোবর অভিযুক্ত ডিএডি জাহাঙ্গীর আলমকে অধিদপ্তর সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। পাশাপাশি ঘটনাটি তদন্তে এক সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যার দায়িত্বে আছেন পাসপোর্ট অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মাজহারুল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট ও ইমিগ্রেশন) সেলিনা বানু, সিস্টেম এনালিস্ট নজরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফীকে জালিয়াতি করে পাসপোর্ট দেওয়ার অভিযোগে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ সোমবার বিকেলে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এ টি এম আবু আসাদ সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ‘এই ঘটনার তদন্ত চলছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। পাশাপাশি এ ধরনের ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আমরা সজাগ দৃষ্টি রাখছি।’
ঢাকা জেলার বরখাস্তকৃত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবদুল্লাহিল কাফী গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আগে সাভারে ছাত্র–জনতার আন্দোলনে নিহতদের লাশ পোড়ানোর ঘটনার মামলার আসামি।
সরকার পতনের পর সরকারি পাসপোর্টধারী কাফী মিথ্যা তথ্য দিয়ে ও পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের ‘ম্যানেজ করে’ এক দিনেই সাধারণ পাসপোর্ট সংগ্রহ করেন।
নতুন পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়ার চেষ্টাকালে গত ২ সেপ্টেম্বর তাঁকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। পরে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পাসপোর্ট অধিদপ্তরের সূত্র জানিয়েছে, গত ১৫ আগস্ট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আগারগাঁওয়ে আগের অফিশিয়াল পাসপোর্টের তথ্য গোপন করে (যার নম্বর বিজি ০০১৭১৭২) জমা দিতে আসলে তার জমার সব প্রক্রিয়া শেষ করেন উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। কাফী নির্ধারিত ১০১ নম্বর কক্ষে না গিয়ে তিনি সরাসরি উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের ১০৩ নম্বর রুমে আবেদনের হার্ড কপি জমা দেন। সেটি তিনি ই–পাসপোর্টের ইন্টারভিউ মডিউলে জমার অনুমোদন দেন। মূলত তাঁর সহযোগিতায় আবদুল্লাহিল কাফী ওই দিন অতি জরুরি পাসপোর্টটি গ্রহণ করেন যার নম্বর–(এ ০৮৭৫৭০৪৬)।
বিষয়টি জানাজানি হওয়ার পর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাফীর পাসপোর্ট বাতিল করার নির্দেশ দেয়। এরপর তাঁর পাসপোর্ট বাতিল করা হয়।
গত ৩ অক্টোবর তাঁর পাসপোর্ট জালিয়াতি নিয়ে আজকের পত্রিকায় ‘লাশ পোড়ানোর নির্দেশদাতা এএসপি আবদুল্লাহিল কাফী পাসপোর্ট পান এক দিনেই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর তিন দিন পর ৬ অক্টোবর অভিযুক্ত ডিএডি জাহাঙ্গীর আলমকে অধিদপ্তর সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। পাশাপাশি ঘটনাটি তদন্তে এক সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যার দায়িত্বে আছেন পাসপোর্ট অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মাজহারুল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট ও ইমিগ্রেশন) সেলিনা বানু, সিস্টেম এনালিস্ট নজরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৪ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৪ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৪ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৮ দিন আগে