নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছিনতাইকারীর হাতে এক পুলিশ সদস্য নিহত ও এক সাংবাদিক গুরুতর আহত হওয়ায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে রাজধানীর ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে। সেখানে ছিনতাই ঘটনার সম্ভাব্য কয়েকটি কারণ নিয়ে আলোচনা করেছে পুলিশ।
ডিএমপির সদর দপ্তর সূত্রে জানা গেছে, সেই আলোচনায় ঢাকার দুই সিটি করপোরেশন সড়কের অনন্ত ৫ হাজার ৯১৮টি লাইট নষ্ট হওয়ার বিষয় ওঠে আসে। অন্ধকারে ওত পেতে থাকা ছিনতাইকারীরা সে পথে চলাচলকারী মানুষদের টার্গেট করে। এই পথচারীদের অধিকাংশ দূরপাল্লার যাত্রী। তাঁরা মধ্যরাতে এসে ঢাকায় নামেন।
নিজেদের মধ্যে বৈঠকে পুলিশ কর্মকর্তারা বলছেন, ঢাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলো রাত ১২টার পরই বন্ধ হয়ে যায়; কিন্তু সারা রাত বাইরে থেকে যাত্রীরা ঢাকায় আসেন। কাউন্টারগুলো বন্ধ থাকায় উপায় না পেয়ে তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে যখন বাসস্ট্যান্ড ছেড়ে যান, তখন অন্ধকার সড়কে ওত পেতে থাকা ছিনতাইকারীরা আক্রমণ করেন। যাত্রীদের সবকিছু ছিনিয়ে নেন। ছিনতাই নিয়ন্ত্রণে সহযোগিতার অংশহিসেবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে দুই সিটির মেয়রকে একটি চিঠি দেবে পুলিশ।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। পেলে বিবেচনা করে দেখব।’ তিনি বলেন, ‘সাধারণত এসি বাসগুলো ভোরে ঢাকায় আসে। আর কোনো বাস রাত ২টা বা ৩টার দিকে আসে না। যে বাসগুলো ভোরে আসে সেগুলোর যাত্রীরা তখন সব ধরনের পরিবহন পেয়ে যান। এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ করেননি এ বিষয়ে।’
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে আনতে। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। গত ৯ দিনে ৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সূত্রটি বলছে, দুই সিটি করপোরেশনের আটটি এলাকার সড়ক থেকে লাইট উধাও হয়ে যাওয়ার বিষয়টি দুই মেয়রকে জানানো হবে।পুলিশের ওই চিঠিতে উল্লেখ রয়েছে, ঢাকা দক্ষিণ সিটির এলাকার সড়ক থেকে ২ হাজার ২৬৪টি লাইট নষ্ট হয়ে গেছে। এর মধ্যে রমনার ১৬৪, মতিঝিলের ৫৫৮, লালবাগের ৫২৮, ওয়ারীর ১ হাজার ১৫টি। একইভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি এলাকায় ৩ হাজার ৬৫৪টি লাইট নষ্ট হয়েছে। মিরপুরে ১৩৭, উত্তরায় ১৬১, গুলশানে ১ হাজার ৪৬৪ ও তেজগাঁওয়ে ৪৯২টি।
ছিনতাইকারীর হাতে এক পুলিশ সদস্য নিহত ও এক সাংবাদিক গুরুতর আহত হওয়ায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে রাজধানীর ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে। সেখানে ছিনতাই ঘটনার সম্ভাব্য কয়েকটি কারণ নিয়ে আলোচনা করেছে পুলিশ।
ডিএমপির সদর দপ্তর সূত্রে জানা গেছে, সেই আলোচনায় ঢাকার দুই সিটি করপোরেশন সড়কের অনন্ত ৫ হাজার ৯১৮টি লাইট নষ্ট হওয়ার বিষয় ওঠে আসে। অন্ধকারে ওত পেতে থাকা ছিনতাইকারীরা সে পথে চলাচলকারী মানুষদের টার্গেট করে। এই পথচারীদের অধিকাংশ দূরপাল্লার যাত্রী। তাঁরা মধ্যরাতে এসে ঢাকায় নামেন।
নিজেদের মধ্যে বৈঠকে পুলিশ কর্মকর্তারা বলছেন, ঢাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলো রাত ১২টার পরই বন্ধ হয়ে যায়; কিন্তু সারা রাত বাইরে থেকে যাত্রীরা ঢাকায় আসেন। কাউন্টারগুলো বন্ধ থাকায় উপায় না পেয়ে তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় করে যখন বাসস্ট্যান্ড ছেড়ে যান, তখন অন্ধকার সড়কে ওত পেতে থাকা ছিনতাইকারীরা আক্রমণ করেন। যাত্রীদের সবকিছু ছিনিয়ে নেন। ছিনতাই নিয়ন্ত্রণে সহযোগিতার অংশহিসেবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে দুই সিটির মেয়রকে একটি চিঠি দেবে পুলিশ।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। পেলে বিবেচনা করে দেখব।’ তিনি বলেন, ‘সাধারণত এসি বাসগুলো ভোরে ঢাকায় আসে। আর কোনো বাস রাত ২টা বা ৩টার দিকে আসে না। যে বাসগুলো ভোরে আসে সেগুলোর যাত্রীরা তখন সব ধরনের পরিবহন পেয়ে যান। এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ করেননি এ বিষয়ে।’
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে আনতে। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। গত ৯ দিনে ৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সূত্রটি বলছে, দুই সিটি করপোরেশনের আটটি এলাকার সড়ক থেকে লাইট উধাও হয়ে যাওয়ার বিষয়টি দুই মেয়রকে জানানো হবে।পুলিশের ওই চিঠিতে উল্লেখ রয়েছে, ঢাকা দক্ষিণ সিটির এলাকার সড়ক থেকে ২ হাজার ২৬৪টি লাইট নষ্ট হয়ে গেছে। এর মধ্যে রমনার ১৬৪, মতিঝিলের ৫৫৮, লালবাগের ৫২৮, ওয়ারীর ১ হাজার ১৫টি। একইভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি এলাকায় ৩ হাজার ৬৫৪টি লাইট নষ্ট হয়েছে। মিরপুরে ১৩৭, উত্তরায় ১৬১, গুলশানে ১ হাজার ৪৬৪ ও তেজগাঁওয়ে ৪৯২টি।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৮ দিন আগেধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
০৯ মার্চ ২০২৫সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৫রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ ফেব্রুয়ারি ২০২৫