Ajker Patrika

পরিবারকে জিম্মি করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর

গঙ্গাচড়া ও তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পরিবারকে জিম্মি করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর

রংপুরের হারাগাছ পৌরসভা এলাকায় গৃহবধূসহ পরিবারের পাঁচ সদস্যকে জিম্মি করে ফাঁকা স্ট্যাম্পে ও চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ সময় ঘরের আসবাব ও স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়।

মাস দুয়েক আগে ফাঁকা স্ট্যাম্পে ও চেকে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ আগস্ট হারাগাছ ও গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ করেছেন গৃহবধূ নাদিরা বেগম। তিনি হারাগাছ পৌরসভা এলাকার জাগরণপাড়ার শিপন মিয়ার স্ত্রী।

নাদিরা বলেন, ‘আমার স্বামী রংপুরের সিগারেট কোম্পানি তকেয়ারপাড় বাজারে ব্রয়লার মুরগির বাচ্চা ও মুরগির খাবার বিক্রির ব্যবসা করতেন। এ সুবাদে পাশের তকেয়ারপাড় এলাকার মুরগির খাবার বিক্রি ব্যবসায়ী শরিফুল ইসলামের কাছ থেকে মালামাল বাকিতে নিতেন। সাত মাস আগে স্বামীর কাছে ১৮ লাখ টাকা দাবি করে টাকার জন্য চাপ দেন শরিফুল। স্বামী তাঁকে টাকা দিতে না পারায় বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এর পর আমার স্বামীকে তিন মাস ধরে খুঁজে পাচ্ছি না।’

নাদিরা আরও বলেন, ‘দুই মাস আগে ভাই শাহিনকে নিয়ে আমার বড় মেয়ের চিকিৎসার জন্য পরিবারের সবাই রংপুর নগরীতে গেলে বাড়ি ফেরার পথে তকেয়ারপাড় এলাকায় আমাদের গাড়ি থেকে নামিয়ে জিম্মি করে ফাঁকা চেকে ও স্ট্যাম্পে স্বাক্ষর নেন শরিফুল। এ সময় আমার বড় মেয়ের চরিত্রহানি করারও হুমকি দেন তিনি। এই ভয়ে আমি বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকে জানাইনি। এ ছাড়া কিছুদিন আগে আমার বাড়ি এসে ঘরের আসবাবপত্র ও স্বর্ণালংকার নিয়ে গেছেন শরিফুল।’ এ বিষয়ে শরিফুল ইসলাম বলেন, ‘ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার বিষয়টি ভিত্তিহীন।’গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত