খুলনা প্রতিনিধি
খুলনায় পল্লিবিদ্যুৎ সমিতির আওতায় আপগ্রেডেশন প্রকল্পের প্রায় ৭৭ লাখ টাকার মালামাল আত্মসাৎ মামলায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার খুলনা মহানগর স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসামিরা হলেন-ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল হান্নান চৌধুরী সিভিল অ্যান্ড ইলেকট্রিকের স্বত্বাধিকারী মিসেস খাদিজা খানম, প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুল কাইয়ুম, জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন, সহকারী ম্যানেজার আবু তাহের ও জাহান বক্স। তাঁদের মোশাররফ হোসেন ও আবু তাহের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণ করেন।
আদালতের দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী খন্দকার মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি পল্লিবিদ্যুৎ সমিতির আওতায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় ৩৩ কেভি ও ১১ কেভির বিদ্যুৎ সম্প্রসারণ আপগ্রেডেশন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়। শর্তানুযায়ী বিদ্যুৎ বিভাগ থেকে ৭৭ লাখ ১ হাজার ৭৪৬ টাকার মালামালও বুঝে নেওয়া হয়। কিন্তু ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান মালামাল আত্মসাৎ করে কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় পল্লিবিদ্যুৎ সমিতি খুলনা সহকারী জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান ২০১৮ সালে ২৫ জানুয়ারি লবণচরা থানায় এ মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলা দায়েরের পর দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ তদন্ত করে চলতি বছরের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।
খুলনায় পল্লিবিদ্যুৎ সমিতির আওতায় আপগ্রেডেশন প্রকল্পের প্রায় ৭৭ লাখ টাকার মালামাল আত্মসাৎ মামলায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার খুলনা মহানগর স্পেশাল জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আসামিরা হলেন-ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল হান্নান চৌধুরী সিভিল অ্যান্ড ইলেকট্রিকের স্বত্বাধিকারী মিসেস খাদিজা খানম, প্রতিষ্ঠানের প্রতিনিধি আব্দুল কাইয়ুম, জেনারেল ম্যানেজার মো. মোশাররফ হোসেন, সহকারী ম্যানেজার আবু তাহের ও জাহান বক্স। তাঁদের মোশাররফ হোসেন ও আবু তাহের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণ করেন।
আদালতের দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী খন্দকার মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি পল্লিবিদ্যুৎ সমিতির আওতায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় ৩৩ কেভি ও ১১ কেভির বিদ্যুৎ সম্প্রসারণ আপগ্রেডেশন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়। শর্তানুযায়ী বিদ্যুৎ বিভাগ থেকে ৭৭ লাখ ১ হাজার ৭৪৬ টাকার মালামালও বুঝে নেওয়া হয়। কিন্তু ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান মালামাল আত্মসাৎ করে কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় পল্লিবিদ্যুৎ সমিতি খুলনা সহকারী জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান ২০১৮ সালে ২৫ জানুয়ারি লবণচরা থানায় এ মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলা দায়েরের পর দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ তদন্ত করে চলতি বছরের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে