অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করেন। সেখান থেকে পৃথিবীতে ফিরেই বিয়ে করবেন। রাশিয়ার মহাকাশচারী পরিচয় দেওয়া সেই ব্যক্তিকে চোখ বন্ধ করে প্রায় ৪৪ লাখ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩০ লাখ টাকা) দিয়ে এখন হা হুতাশ করছেন জাপানি নারী।
টোকিও ভিত্তিক টেলিভিশন টিভি আসাহির প্রতিবেদনে উঠে এসেছে প্রতারণার এ গল্প। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি পৃথিবীতে ফিরে আসা এবং বিয়ে করার প্রতিশ্রুতিতে এই টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
গত জুনে জাপানের শিগা প্রিফেকচারের বাসিন্দা এই নারীর ইনস্টাগ্রামে ওই ভুয়া মহাকাশচারীর সঙ্গে পরিচয় হয়। প্রতিবেদনে বলা হয়, মহাকাশ স্টেশনে কাজ করছেন এমন ধারণা দেওয়ার জন্য ওই ব্যক্তি প্রোফাইলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করার একটি ছবি ব্যবহার করেন।
প্রথম সাক্ষাতের পর দুজনের মধ্যে নিয়মিত কথা হতো। জাপানি মেসেজিং অ্যাপ্লিকেশন লাইন-এ তাঁরা কথা বলতেন। ওই নারী বলেন, দ্রুতই তিনি ওই ব্যক্তির প্রেমে পড়েন। ওই ব্যক্তির পক্ষ থেকে প্রথম প্রেমের প্রস্তাব আসে। শিগগিরই তিনি বিয়ে করবেন বলেও জানান।
লোকটি প্রচুর টেক্সট পাঠাতে থাকেন। তিনি বলেন, ওই নারীকে ভালোবাসে এবং জাপানে একসঙ্গে একটি নতুন জীবন শুরু করতে চান।
একপর্যায়ে ওই প্রতারক বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসতে এবং বিয়ে করার জন্য তাঁর টাকার প্রয়োজন। তিনি দাবি করেন, যে রকেটে করে তিনি ফিরবেন সেটির অবতরণ ফি দিতে হবে। ওই রকেটে তিনি জাপানে অবতরণ করবেন।
ওই নারী ব্যক্তিটিকে বিশ্বাস করেন এবং কয়েক ধাপে তাঁকে টাকা পাঠাতে শুরু করেন। জাপানের পত্রিকা ইয়োমিউরি শিমবুনের প্রতিবেদন অনুযায়ী, ১৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাঁচ কিস্তিতে মোট ৪৪ লাখ ইয়েন পাঠিয়েছেন ওই নারী।
ব্যক্তিটি আরও টাকা দাবি করতে থাকলে তখন তাঁর সন্দেহ হয়। তখন তিনি পুলিশের কাছে অভিযোগ দেন। পুলিশ ঘটনাটি ‘আন্তর্জাতিক রোমান্স কেলেঙ্কারি’ বলে ধারণা করছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করেন। সেখান থেকে পৃথিবীতে ফিরেই বিয়ে করবেন। রাশিয়ার মহাকাশচারী পরিচয় দেওয়া সেই ব্যক্তিকে চোখ বন্ধ করে প্রায় ৪৪ লাখ ইয়েন (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩০ লাখ টাকা) দিয়ে এখন হা হুতাশ করছেন জাপানি নারী।
টোকিও ভিত্তিক টেলিভিশন টিভি আসাহির প্রতিবেদনে উঠে এসেছে প্রতারণার এ গল্প। ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি পৃথিবীতে ফিরে আসা এবং বিয়ে করার প্রতিশ্রুতিতে এই টাকা হাতিয়ে নিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
গত জুনে জাপানের শিগা প্রিফেকচারের বাসিন্দা এই নারীর ইনস্টাগ্রামে ওই ভুয়া মহাকাশচারীর সঙ্গে পরিচয় হয়। প্রতিবেদনে বলা হয়, মহাকাশ স্টেশনে কাজ করছেন এমন ধারণা দেওয়ার জন্য ওই ব্যক্তি প্রোফাইলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করার একটি ছবি ব্যবহার করেন।
প্রথম সাক্ষাতের পর দুজনের মধ্যে নিয়মিত কথা হতো। জাপানি মেসেজিং অ্যাপ্লিকেশন লাইন-এ তাঁরা কথা বলতেন। ওই নারী বলেন, দ্রুতই তিনি ওই ব্যক্তির প্রেমে পড়েন। ওই ব্যক্তির পক্ষ থেকে প্রথম প্রেমের প্রস্তাব আসে। শিগগিরই তিনি বিয়ে করবেন বলেও জানান।
লোকটি প্রচুর টেক্সট পাঠাতে থাকেন। তিনি বলেন, ওই নারীকে ভালোবাসে এবং জাপানে একসঙ্গে একটি নতুন জীবন শুরু করতে চান।
একপর্যায়ে ওই প্রতারক বলেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসতে এবং বিয়ে করার জন্য তাঁর টাকার প্রয়োজন। তিনি দাবি করেন, যে রকেটে করে তিনি ফিরবেন সেটির অবতরণ ফি দিতে হবে। ওই রকেটে তিনি জাপানে অবতরণ করবেন।
ওই নারী ব্যক্তিটিকে বিশ্বাস করেন এবং কয়েক ধাপে তাঁকে টাকা পাঠাতে শুরু করেন। জাপানের পত্রিকা ইয়োমিউরি শিমবুনের প্রতিবেদন অনুযায়ী, ১৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাঁচ কিস্তিতে মোট ৪৪ লাখ ইয়েন পাঠিয়েছেন ওই নারী।
ব্যক্তিটি আরও টাকা দাবি করতে থাকলে তখন তাঁর সন্দেহ হয়। তখন তিনি পুলিশের কাছে অভিযোগ দেন। পুলিশ ঘটনাটি ‘আন্তর্জাতিক রোমান্স কেলেঙ্কারি’ বলে ধারণা করছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে