অনলাইন ডেস্ক
বাংলাদেশে মালয়েশীয় হাইকমিশনের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে পর্যটক এবং কর্মীদের ভিসা দেওয়ার বিপরীতে ঘুষ গ্রহণের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।
উইসমা পুত্রা (মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়) টুইটারে দেওয়া বিবৃতিতে বলেছে, গ্রেপ্তার দুজনের একজন পুরুষ ও একজন নারী। অভিবাসন দপ্তরের এই কর্মকর্তারা ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনে অস্থায়ীভাবে নিয়োগ পেয়েছিলেন।
দপ্তরের বার্তা অনুযায়ী, বিষয়টি তদন্ত করছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হাইকমিশন দুর্নীতি দমন কমিশনকে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করছে।
হাইকমিশনের দুইজন কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে—স্থানীয় সংবাদমাধ্যমে এ ধরনের খবর প্রকাশের পরপরই মন্ত্রণালয় থেকে একটি বার্তা দিয়ে বিষয়টি পরিষ্কার করা হলো।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ এপ্রিল ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দুর্নীতি দমন কমিশনের পুত্রজায়া সদর দপ্তরে আনা হয়। তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়। এরপর ১৮ এপ্রিল থেকে তাঁদের তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।
সূত্রের বরাত দিয়ে বারনামা জানিয়েছে, উভয়ের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়ার পরই দুর্নীতি দমন কমিশন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এরপর তাঁদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের প্রধান তান শ্রী আজম বাকি এসব তথ্য নিশ্চিত করেছেন। একই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে নিউ স্ট্রেইটস টাইমস নামে একটি সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুই সন্দেহভাজন এবং বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ২০টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তিও জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ৩১ লাখ রিঙ্গিত।
বাংলাদেশে মালয়েশীয় হাইকমিশনের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশে পর্যটক এবং কর্মীদের ভিসা দেওয়ার বিপরীতে ঘুষ গ্রহণের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।
উইসমা পুত্রা (মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়) টুইটারে দেওয়া বিবৃতিতে বলেছে, গ্রেপ্তার দুজনের একজন পুরুষ ও একজন নারী। অভিবাসন দপ্তরের এই কর্মকর্তারা ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনে অস্থায়ীভাবে নিয়োগ পেয়েছিলেন।
দপ্তরের বার্তা অনুযায়ী, বিষয়টি তদন্ত করছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হাইকমিশন দুর্নীতি দমন কমিশনকে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করছে।
হাইকমিশনের দুইজন কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে—স্থানীয় সংবাদমাধ্যমে এ ধরনের খবর প্রকাশের পরপরই মন্ত্রণালয় থেকে একটি বার্তা দিয়ে বিষয়টি পরিষ্কার করা হলো।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ এপ্রিল ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দুর্নীতি দমন কমিশনের পুত্রজায়া সদর দপ্তরে আনা হয়। তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়। এরপর ১৮ এপ্রিল থেকে তাঁদের তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।
সূত্রের বরাত দিয়ে বারনামা জানিয়েছে, উভয়ের ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়ার পরই দুর্নীতি দমন কমিশন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এরপর তাঁদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের প্রধান তান শ্রী আজম বাকি এসব তথ্য নিশ্চিত করেছেন। একই ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে নিউ স্ট্রেইটস টাইমস নামে একটি সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দুই সন্দেহভাজন এবং বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ২০টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তিও জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ৩১ লাখ রিঙ্গিত।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৬ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৫ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫