Ajker Patrika

মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল: মায়ের আত্মহত্যার ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৭: ০৬
মেয়ের আপত্তিকর ভিডিও ভাইরাল: মায়ের আত্মহত্যার ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার

বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় লজ্জায় মা আত্মহত্যা করার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার কিশোরীর বাবা বাদী হয়ে তালতলী থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় অভিযুক্ত আসাদুলকে (২৫)। এই মামলায় আসাদুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মামলার আসামি আসাদুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গণমাধ্যমে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক তুহিন রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আসাদুলকে পটুয়াখালীর মহিপুর টোল প্লাজা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলছে।’

তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটির বাবা বাদী হয়ে তালতলী থানায় অভিযুক্ত আসাদুলের বিরুদ্ধে ধর্ষণ, আত্মহত্যার প্ররোচণা ও পর্নগ্রাফি আইনে মামলা করেছেন। আসাদুলের বাড়ি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকায়।’ 

কিশোরীর বাবার অভিযোগ—আসাদুল তাঁর কিশোরী মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ এবং ছবি-ভিডিও করে। পরবর্তীতে ওই ভিডিওর ভয় দেখিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে ভিডিও কলে নগ্ন হয়ে কথা বলতে বাধ্য করে এবং ফের ভিডিও করে। ৮ মার্চ কিশোরীর মাকে মেয়ের সেই ভিডিও দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন আসাদুল। টাকা না দেওয়ায় কিশোরীর নিকটাত্মীয়সহ এলাকার লোকজনের কাছে সামাজিক মাধ্যমে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ম্যাসেঞ্জারে সেই আপত্তিকর ভিডিও পাঠায় আসাদুল। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর লজ্জায় গত ৯ মার্চ সকালে কিশোরীর মা (৩৫) ব্যাটারির এসিডযুক্ত পানি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়। 

কিশোরীর বাবা আরও বলেন, আমি ঢাকায় চাকরি করি। স্ত্রীর মৃত্যুর খবর শুনে বাড়িতে এসে শনিবার বিষয়টি মেয়ে ও এলাকার লোকজনের কাছে জানার পর গণমাধ্যমকে জানাই। রাতে থানায় গিয়ে মামলা করেছি। আমার স্ত্রীর মৃত্যু ও মেয়েসহ আমার পরিবার ক্ষতিগ্রস্ত। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, কিশোরীর মায়ের মৃত্যুর ঘটনায় বরিশাল কোতায়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এরপর গতকাল শনিবার কিশোরীর বাবা তালতলী থানায় আরেকটি মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত