Ajker Patrika

আগৈলঝাড়ায় মাদক কারবারির কামড়ে এসআই আহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৪১
আগৈলঝাড়ায় মাদক কারবারির কামড়ে এসআই আহত

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক বিক্রেতার কামড়ে থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন আহত হয়েছেন। এ ঘটনায় আজ বুধবার সকালে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন আরেক এসআই নুর আলম।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে থানার এসআই নুর আলম ও উপপরিদর্শক আলী হোসেন উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠি গ্রামে যান। খবর পাওয়া যায়, ওই গ্রামের সাবেক পুলিশ সদস্য আজিজুল মোল্লার ছেলে তাইমুন মোল্লা (২১) একজন মাদক কারবারি। তাইমুনকে গ্রেপ্তার করতে গেলে উপপরিদর্শক আলী হোসেনকে কামড়ে গুরুতর আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আরেক এসআই নুর আলম তাকে গাঁজাসহ গ্রেপ্তার করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় এসআই নুর আলম বাদী হয়ে আজ সকালে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত