মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে ছয় দিন পর খুলেছে জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের তালা খোলা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিয়ে চলমান বিরোধের কোনো সমাধান হয়েছে কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার মধ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি নিয়ে বিরোধের জেরে ২৩ জানুয়ারি প্রতিষ্ঠানটিতে তালা দেওয়া হয়।
বিদ্যালয়ের তালা খোলার সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মো. কুতুব উদ্দীন, নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দীন তালুকদার, মো. আমিনুল ইসলাম ইয়ামিন পাইক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক হাওলাদার, বিএনপির কর্মী ফালান সরদার, যুবদলের কর্মী লেলিন সরদারসহ স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকেরা।
তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য আবু হানিফ ও তাঁর সমর্থকেরা বিদ্যালয় খোলার সময় উপস্থিত ছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম জানান, ২০০১ সালে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়টি দুই যুগেও এমপিওভুক্ত হয়নি। গত বছরের ৫ আগস্টের আগে আওয়ামী লীগ নেতা আবু হানিফ প্রতিষ্ঠাতা হিসেবে বিদ্যালয় পরিচালনা করতেন। কিন্তু পরে উপজেলা বিএনপির সদস্য মো. কুতুব উদ্দীন নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে বিদ্যালয়ে আবু হানিফের প্রবেশ নিষিদ্ধ করেন। ফলে সংঘাতের আশঙ্কায় বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়।
প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন স্থানীয়দের সঙ্গে আলোচনা করে বিদ্যালয় খোলার ব্যবস্থা করেছে, এতে দুই শতাধিক শিক্ষার্থীর অনিশ্চয়তা দূর হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধের কারণে ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকতে পারে না। বিষয়টি স্থানীয়দের বুঝিয়ে বিদ্যালয় খোলার ব্যবস্থা করা হয়েছে।
বরিশালের মুলাদীতে ছয় দিন পর খুলেছে জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়। আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের তালা খোলা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নিয়ে চলমান বিরোধের কোনো সমাধান হয়েছে কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার মধ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি নিয়ে বিরোধের জেরে ২৩ জানুয়ারি প্রতিষ্ঠানটিতে তালা দেওয়া হয়।
বিদ্যালয়ের তালা খোলার সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মো. কুতুব উদ্দীন, নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দীন তালুকদার, মো. আমিনুল ইসলাম ইয়ামিন পাইক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল মালেক হাওলাদার, বিএনপির কর্মী ফালান সরদার, যুবদলের কর্মী লেলিন সরদারসহ স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকেরা।
তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য আবু হানিফ ও তাঁর সমর্থকেরা বিদ্যালয় খোলার সময় উপস্থিত ছিলেন না বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম জানান, ২০০১ সালে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়টি দুই যুগেও এমপিওভুক্ত হয়নি। গত বছরের ৫ আগস্টের আগে আওয়ামী লীগ নেতা আবু হানিফ প্রতিষ্ঠাতা হিসেবে বিদ্যালয় পরিচালনা করতেন। কিন্তু পরে উপজেলা বিএনপির সদস্য মো. কুতুব উদ্দীন নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে বিদ্যালয়ে আবু হানিফের প্রবেশ নিষিদ্ধ করেন। ফলে সংঘাতের আশঙ্কায় বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়।
প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন স্থানীয়দের সঙ্গে আলোচনা করে বিদ্যালয় খোলার ব্যবস্থা করেছে, এতে দুই শতাধিক শিক্ষার্থীর অনিশ্চয়তা দূর হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধের কারণে ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকতে পারে না। বিষয়টি স্থানীয়দের বুঝিয়ে বিদ্যালয় খোলার ব্যবস্থা করা হয়েছে।
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
১৯ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২৩ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩১ জানুয়ারি ২০২৫