Ajker Patrika

তালতলীতে দৈনিক দিগন্তরের রিপোর্টারকে পিটিয়ে জখম

প্রতিনিধি
তালতলীতে দৈনিক দিগন্তরের রিপোর্টারকে পিটিয়ে জখম

তালতলী (বরগুনা): বরগুনা জেলার তালতলীতে সংবাদ প্রচারের জেরে দৈনিক দিগন্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল হাসানকে রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১০টায় উপজেলার কাপড়পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তালতলীর ছোটভাইজোড়া আলিম মাদ্রাসার জুনিয়র মৌলভি আব্দুল মোতালিব ও তাঁর ভায়রার ছেলে শাহীন সাইরাজ সহ কয়েকজন এ হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মারধর ছাড়াও তাঁর সঙ্গে থাকা ৬৫ হাজার টাকা ও একটি এ্যান্ড্রয়েড মোবাইল ছিনতাইয়ের অভিযোগ ভুক্তভোগীর।

আহত সাংবাদিক আবুল হাসান বলেন, 'গত মঙ্গলবার সুদের টাকা আদায়ের উদ্দেশ্যে কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রড দিয়ে পিটিয়েছে তালতলী ছোটভাইজোড়া আলিম মাদ্রাসার ইবতেদায়ি জুনিয়র মৌলভি আবদুল মোতালিব। গুরুতর আহত প্রধান শিক্ষক ইদ্রিস আলী আমতলী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এই সাংবাদটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক দিগন্তরসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। এই সংবাদ প্রচারের জের ধরেই আজ সকালে আমার ওপরে হামলা করে। এ সময় আমার ৬৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় মোতালেব, তাঁর ভায়রাপো সাইরাজ সহ কতিপয় সন্ত্রাসী।'

এদিকে অভিযুক্ত শাহিন সাইরাজের মাথা ব্লেড দিয়ে চিরে আমতলী হাসপাতালে ভর্তির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে অভিযুক্ত আবদুল মুতালিবের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত