Ajker Patrika

ভোলায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
ভোলায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

ভোলায় এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। ওই নারীর আরও পাঁচ সন্তান রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা—জমিজমা সংক্রান্ত কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। 

আজ সোমবার সকালে সদর উপজেলার ২ নম্বর পূর্ব ইলিশা ইউনিয়নের সাজিকান্দি গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে হত্যাকাণ্ডটি ঘটে। 

নিহতের নাম বিবি কুলসুম (৪০)। তিনি সাজিকান্দি গ্রামের মো. তছির মাঝির স্ত্রী। তছির পেশায় একজন জেলে। 

পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা বলছে, কুলসুম চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে যে কোনো সময় তাঁর ঘরে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘গৃহবধূ কুলসুমকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে খবর পাই। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করে।’ 

ওসি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের এখনো কোনো সঠিক কারণ উদ্ঘাটন করা যায়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি। সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। তবে, ধারণা করা হচ্ছে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত