নিজস্ব প্রতিবেদক, বরিশাল
চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ব্যবসায়ী নেতা মো. নিজাম উদ্দিন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি ইসলামী আন্দোলনে যোগ দেন। ২০০৯ সালে আওয়ামী লীগের শাসনামলের শুরু থেকে তিনি বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি।
ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের সদস্য মো. শরিয়ত উল্লাহ আজকের পত্রিকাকে তাঁর ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজাম উদ্দিন দলের সদস্য ফরম পূরণ করেন। এ সময় দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের কাছে ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। আগে থেকেই নিজাম উদ্দিনের ইসলামী আন্দোলনের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে জানান তিনি।
জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর তৎকালীন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শওকত হোসেন হিরণের সান্নিধ্যে ছিলেন নিজাম উদ্দিন। হিরণ তাঁর অনুগত ব্যবসায়ীদের নিয়ে মেট্রোপলিটন চেম্বার গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির বিনা ভোটের সভাপতি নিজাম। ঢাকা-বরিশাল রুটে একাধিক লঞ্চ ‘অ্যাডভেঞ্চার’, ঠিকাদারি কাজ ছাড়াও মহাসড়কে বিভিন্ন সেতুর টোল ইজারাদার তিনি। আওয়ামী লীগ আমলে তিনি বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন না। ব্যবসায়ী নেতা হিসেবে ক্ষমতাসীন দলের সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা প্রয়োজন, ততটুকুই ছিল। তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসার সেবা করে আসছেন। চরমোনাই পীরের পরিবারের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। সেই সুবাদে আজ ইসলামী আন্দোলনের প্রাথমিক সদস্যপদ নিয়েছেন।
চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী ব্যবসায়ী নেতা মো. নিজাম উদ্দিন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তিনি ইসলামী আন্দোলনে যোগ দেন। ২০০৯ সালে আওয়ামী লীগের শাসনামলের শুরু থেকে তিনি বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি।
ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের সদস্য মো. শরিয়ত উল্লাহ আজকের পত্রিকাকে তাঁর ইসলামী আন্দোলনে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজাম উদ্দিন দলের সদস্য ফরম পূরণ করেন। এ সময় দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের কাছে ফরম জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। আগে থেকেই নিজাম উদ্দিনের ইসলামী আন্দোলনের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে জানান তিনি।
জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর তৎকালীন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শওকত হোসেন হিরণের সান্নিধ্যে ছিলেন নিজাম উদ্দিন। হিরণ তাঁর অনুগত ব্যবসায়ীদের নিয়ে মেট্রোপলিটন চেম্বার গঠন করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির বিনা ভোটের সভাপতি নিজাম। ঢাকা-বরিশাল রুটে একাধিক লঞ্চ ‘অ্যাডভেঞ্চার’, ঠিকাদারি কাজ ছাড়াও মহাসড়কে বিভিন্ন সেতুর টোল ইজারাদার তিনি। আওয়ামী লীগ আমলে তিনি বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তিনি আওয়ামী লীগের সদস্য ছিলেন না। ব্যবসায়ী নেতা হিসেবে ক্ষমতাসীন দলের সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা প্রয়োজন, ততটুকুই ছিল। তিনি দীর্ঘদিন ধরে মাদ্রাসার সেবা করে আসছেন। চরমোনাই পীরের পরিবারের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। সেই সুবাদে আজ ইসলামী আন্দোলনের প্রাথমিক সদস্যপদ নিয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪