Ajker Patrika

বরিশালে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালের উজিরপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর আগে সোমবার দুপুরে উপজেলার শোলক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটে রবিউল তালুকদার বিভিন্ন প্রলোভন দেখায়। একপর্যায়ে একটি বরজের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে পালিয়ে যায় বখাটে রবিউল। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়।

এ ঘটনায় রবিউলের বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত রবিউল ও তার পরিবারের লোকজন পালাতক।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত