দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কৃষ্ণভক্তের দায়ের করা মামলায় তিন আসামি গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মতুয়া সম্প্রদায়ের এবং ওই মামলার ২ নম্বর আসামি উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের পরেশ হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার (৩৫), ৩ নম্বর আসামি বাবুল হাওলাদারের ছেলে বিপ্লব হাওলাদার (৩৫) ও ১৬ নম্বর আসামি গৌরঙ্গ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০)।
থানা সূত্রে জানা যায়, উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে ১৪ জানুয়ারি রাতে এবং ১৫ জানুয়ারি সকালে মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে কৃষ্ণভক্ত ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২৪ জন আহত হন। ৭-৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল থেকে কৃষ্ণভক্তের দেবাংশু হাওলাদারকে ১৮ জানুয়ারি ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২১ জানুয়ারি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেবাংশু হাওলাদার।
ওই ঘটনায় কৃষ্ণভক্তের ভবরঞ্জন হাওলাদার বাদী হয়ে মতুয়া সম্প্রদায়ের ২৭ জনকে আসামি করে থানায় মামলা করেন। এই মামলায় গতকাল মঙ্গলবার বিকেলে (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে পলাশ হাওলাদার, বিপ্লব হাওলাদার ও বাবুল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতেই বিষয়টি দশমিনা থানায় জানানো হয়। পরে থানা-পুলিশ আজ বুধবার দুপুরে তাঁদের দশমিনা থানায় নিয়ে আসে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কৃষ্ণভক্তের দায়ের করা মামলায় তিন আসামি গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দশমিনা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মতুয়া সম্প্রদায়ের এবং ওই মামলার ২ নম্বর আসামি উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের পরেশ হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার (৩৫), ৩ নম্বর আসামি বাবুল হাওলাদারের ছেলে বিপ্লব হাওলাদার (৩৫) ও ১৬ নম্বর আসামি গৌরঙ্গ হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০)।
থানা সূত্রে জানা যায়, উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে ১৪ জানুয়ারি রাতে এবং ১৫ জানুয়ারি সকালে মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে কৃষ্ণভক্ত ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২৪ জন আহত হন। ৭-৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল থেকে কৃষ্ণভক্তের দেবাংশু হাওলাদারকে ১৮ জানুয়ারি ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ২১ জানুয়ারি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেবাংশু হাওলাদার।
ওই ঘটনায় কৃষ্ণভক্তের ভবরঞ্জন হাওলাদার বাদী হয়ে মতুয়া সম্প্রদায়ের ২৭ জনকে আসামি করে থানায় মামলা করেন। এই মামলায় গতকাল মঙ্গলবার বিকেলে (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে পলাশ হাওলাদার, বিপ্লব হাওলাদার ও বাবুল হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাতেই বিষয়টি দশমিনা থানায় জানানো হয়। পরে থানা-পুলিশ আজ বুধবার দুপুরে তাঁদের দশমিনা থানায় নিয়ে আসে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আগামীকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
৬ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
১৯ দিন আগেগণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
২৩ দিন আগেচাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
৩১ জানুয়ারি ২০২৫