Ajker Patrika

চাঁদা না পেয়ে সন্দ্বীপে ভেকুচালককে গুলি

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১১: ১৩
চাঁদা না পেয়ে সন্দ্বীপে ভেকুচালককে গুলি

চাঁদা না পেয়ে চট্টগ্রামের সন্দ্বীপে মো. হোসেন (৩৮) নামে এক ভেকুচালককে (খননযন্ত্র) গুলি করার অভিযোগ উঠেছে। আহত হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে সন্দ্বীপের খায়ের মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

গুলিবিদ্ধ মো. হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের উড়িরচর ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে। জায়গাটি চট্টগ্রামের সন্দ্বীপের পাশেই। 

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, হোসেন তাঁর ভেকু (খননযন্ত্র) দিয়ে বিভিন্ন স্থানে মাটি কাটার কাজ করতেন। কয়েক দিন আগে সন্দ্বীপের রাহাত বাহিনীর প্রধান মো. রাহাত ও তাঁর সহযোগী সাদ্দাম ভেকুচালক হোসেনের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সোমবার রাতে এ নিয়ে হোসেনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেনের দুই পায়ে গুলি করেন রাহাত বাহিনীর সদস্যরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ হোসেনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ঘটনাস্থল সন্দ্বীপ এলাকায়। ভেকুচালক হোসেনকে রাহাত বাহিনীর লোকজন গুলি করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত