Ajker Patrika

ঈদযাত্রায় চাঁদপুর-ঢাকা নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলবে না: ডিসি

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর লঞ্চঘাটে ঢাকাগামী লঞ্চ ধরার জন্য যাচ্ছেন যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা
চাঁদপুর লঞ্চঘাটে ঢাকাগামী লঞ্চ ধরার জন্য যাচ্ছেন যাত্রীরা। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফিটনেসবিহীন কোনো লঞ্চ ২৬ মার্চের পর চাঁদপুর-ঢাকা নৌপথে চলবে না। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন ও অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। লঞ্চে ওঠা থেকে নামা পর্যন্ত প্রত্যেক যাত্রীকে সঠিক সেবা দিতে হবে।

নদীপথে ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আজ বুধবার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি এসব কথা বলেন। দুপুরে শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাটসংলগ্ন এলাকায় এ সভা হয়।

মোহসীন উদ্দিন বলেন, ‘সামনে আমাদের ঈদ। যাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। প্রতিটি লঞ্চকে শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিষয়টি লঞ্চমালিক কর্তৃপক্ষ দেখবে।’

ডিসি জানান, প্রতিটি লঞ্চে চারজন আনসার সদস্য থাকবেন। যেখানে-সেখানে নৌকা থামিয়ে যাত্রী তোলা যাবে না। ঈদের পাঁচ দিন আগে যাত্রীদের নিরাপত্তায় লঞ্চঘাটে ম্যাজিস্ট্রেট থাকবেন। সেখানে কোনো সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের চালক যাত্রী টানাহেঁচড়া করলে শুধু ৫০০ টাকা জরিমানা নয়, পাশাপাশি তাঁদের বাহনও জব্দ করা হবে। নদীতে বাল্কহেড চলাচল দিনে ও রাতে বন্ধ থাকবে। যাত্রী পারাপারের জন্য স্পিডবোট দিনে চললেও রাতে চলবে না।

ডিসি বলেন, সময়টা অনেক খারাপ, তাই সবাইকে সচেতন থাকতে হবে। (দেখতে হবে) যাত্রী কী নিয়ে লঞ্চে উঠছে, কী নিয়ে নামছে। এর জন্য লঞ্চঘাটে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। এ ছাড়া লঞ্চঘাটে একটি কন্ট্রোল রুম খোলা হবে।

মোহসীন উদ্দিন বলেন, অনেক যাত্রী ময়লা-আবর্জনা ফেলে নদীদূষণ করে। বিষয়টিতে লঞ্চ কর্তৃপক্ষ নজর দেবে। প্রয়োজনে লঞ্চের প্রতিটি ফ্লোরে হ্যান্ডমাইক দিয়ে মাইকিং করতে হবে। একটি সুন্দর ঈদ উদ্‌যাপনে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

নদীপথে ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক। ছবি: আজকের পত্রিকা
নদীপথে ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক। ছবি: আজকের পত্রিকা

সভায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য, লঞ্চমালিক প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত