Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় নার্সকে কোপাল যুবক

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় নার্সকে কোপাল যুবক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সুমি আক্তার (২২) নামের এক নার্সকে কুপিয়েছে অজ্ঞাত এক যুবক। আজ সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার ছাত্রবন্ধু লাইব্রেরির সামনের ব্রিজের মাথায় এ ঘটনা ঘটে। 

সুমি আক্তার সোনারামপুর গ্রামের মো. মাইন উদ্দীনের মেয়ে এবং ইসলামিক হসপিটালে নাসের চাকরি করে। তাঁর স্বামী প্রবাসে থাকেন। তেঁজখালী ভারাইলচরে তাঁর স্বামীর বাড়ি। 

পথচারীরা জানান, ফিল্মি স্টাইলে অজ্ঞাতনামা এক যুবক ব্যাগের ভেতর থেকে কুড়াল ও দা বের করে ওই নার্সের পিঠে এবং গাড়ে কুপিয়ে জখম করে। এরপর উপজেলার সামনে দিয়ে পালিয়েছে যায়। এ সময় ঘটনাস্থলে কুড়াল, দা, গামছা ও জুতা রেখে গেছে ওই যুবক। আশপাশে থাকা পথচারীরা নার্সকে উদ্ধার করে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ ফেলে রাখা দা কুড়াল উদ্ধার করে। 

এদিকে বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রঞ্জন ভমণ বলেন, ‘সুমির পিঠে ও ঘারে ক্ষত বেশি হয়েছে। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’ 

সুমির আক্তার বললে, ‘আমি কাউকে দেখিনি তাই তাকে চিনতে পারি নাই।’ 

বাঞ্ছারামপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটা ছেলেটার পূর্ব পরিচিত। মেয়েটা কিছু বলছে না। আমরা শহরের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করেছি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত