আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেপ্তার এড়াতে পুলিশের সামনেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মৌসুমি আক্তার (২৫) নামের এক নারী। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নূরপুর এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী এখন ঢাকায় চিকিৎসাধীন। পুলিশের দাবি, তিনি এলাকায় চিহ্নিত মাদকসম্রাজ্ঞী। ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, আখাউড়া থানা-পুলিশের একটি টহল দল সোমবার বিকেলে পৌরশহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা শহিদ চৌধুরী নামের এক ব্যক্তির সবজি খেত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করে। ওই গাঁজা মৌসুমির বলে পুলিশ জানতে পারে।
গাঁজা উদ্ধারের ঘটনায় সন্ধ্যায় আখাউড়া থানার মহিলা পুলিশ সদস্যসহ কয়েকজন পুলিশ মৌসুমির বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর ঘরে তল্লাশি চালানোর একপর্যায়ে মৌসুমির নামে মাদক মামলা আছে উল্লেখ করে থানায় যেতে বলা হয়।
এ নিয়ে মৌসুমির সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়। একপর্যায়ে মৌসুমি পুলিশকে বলেন, ‘আপনারা বসেন, আমি বোরকা পরে আসছি।’ এই বলে ঘরে থাকা বিষ পান করেন তিনি। এ সময় পুলিশ গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, মৌসুমি এলাকার মাদকসম্রাজ্ঞী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তাঁর কাছে থাকা ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বাড়িতে অভিযান চালানো হলে গ্রেপ্তার এড়াতে তিনি বিষ পান করেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেপ্তার এড়াতে পুলিশের সামনেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মৌসুমি আক্তার (২৫) নামের এক নারী। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নূরপুর এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী এখন ঢাকায় চিকিৎসাধীন। পুলিশের দাবি, তিনি এলাকায় চিহ্নিত মাদকসম্রাজ্ঞী। ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, আখাউড়া থানা-পুলিশের একটি টহল দল সোমবার বিকেলে পৌরশহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা শহিদ চৌধুরী নামের এক ব্যক্তির সবজি খেত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করে। ওই গাঁজা মৌসুমির বলে পুলিশ জানতে পারে।
গাঁজা উদ্ধারের ঘটনায় সন্ধ্যায় আখাউড়া থানার মহিলা পুলিশ সদস্যসহ কয়েকজন পুলিশ মৌসুমির বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর ঘরে তল্লাশি চালানোর একপর্যায়ে মৌসুমির নামে মাদক মামলা আছে উল্লেখ করে থানায় যেতে বলা হয়।
এ নিয়ে মৌসুমির সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়। একপর্যায়ে মৌসুমি পুলিশকে বলেন, ‘আপনারা বসেন, আমি বোরকা পরে আসছি।’ এই বলে ঘরে থাকা বিষ পান করেন তিনি। এ সময় পুলিশ গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, মৌসুমি এলাকার মাদকসম্রাজ্ঞী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তাঁর কাছে থাকা ২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বাড়িতে অভিযান চালানো হলে গ্রেপ্তার এড়াতে তিনি বিষ পান করেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪