নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমন জড়িত নন বলে দাবি করেছেন তাঁর মা ডা. সুলতানা জাহান। তিনি দাবি করেন, ইমন বর্তমানে বিদেশে আছেন, তাঁকে ষড়যন্ত্র করে এই হামলায় ফাঁসানো হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান ডা. সুলতানা জাহান বলেন, ‘গত ১০ জানুয়ারির হামলার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।’
ইমনের মা সুলতানা দাবি করে বলেন, ‘ইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে।’
সুলতানা জাহান বলেন, ‘মার্কেটের সিসিটিভি ও একাধিক ডিভাইসে ধারণকৃত ছবি ও ভিডিও ফুটেজে কোথাও ইমনের উপস্থিতি নেই। আমার সন্তান ইমন যদি তাদের কারও কাছে কখনো চাঁদা চেয়ে থাকে, তাহলে বিষয়টি এত দিনে পুলিশ, র্যাব, ডিবি, সোনাবাহিনীকে জানানো হয়নি কেন? অথবা ফোন কলে তাদের কাছে চাঁদা চাওয়ার কল রেকর্ড যদি থাকে, তাহলে তা প্রশাসনের কাছে প্রেরণ করেনি কেন? আমার সন্তান যদি সশরীরে চাঁদা দাবি করে থাকে, তাহলে তার সিসিটিভি ফুটেজ প্রশাসনের কাছে প্রেরণ করেনি কেন?’
ইমনের মায়ের সুলতানা জাহানের অভিযোগ, ‘মামলার বাদী ওয়াহিদুল হাসান দিপু পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের আপন বড় ভাই। গত ৫ আগস্টের পর বসিলায় জোড়া খুনের ঘটনা সে নিজের হাতে ঘটিয়েছে বলে ওই মামলার তদন্ত সূত্রে আমরা জেনেছি। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল এবং ২০০১ থেকে ২০০৬ সালের মোহাম্মদপুরের সাবেক ৪৬ ও বর্তমান ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি কমিশনার রাজু হত্যার ২ নম্বর আসামি এই ওয়াহিদুল হাসান দিপু।’
ডা. সুলতানা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের আরও জানাচ্ছি যে, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সভাপতি নির্বাচনে শুধুমাত্র একটা ফরম বিক্রি হয়েছে। অন্য কাউকে ফরম কিনতে দেয়নি এই শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল। তিনি সবাইকে হুমকি দিয়ে সভাপতি পদের ফরম কেনা থেকে বিরত রাখায় ওয়াহিদুল হাসান দিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কেটের সভাপতি পদে বিজয়ী হয়। আমাদের ধারণা-তিনি এই মার্কেটটি নিজের দখলে রাখার জন্য হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।’
তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও তাঁর ভাই ওয়াহিদুল হাসান দিপু আমাদেরকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার লক্ষ্যে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’
রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমন জড়িত নন বলে দাবি করেছেন তাঁর মা ডা. সুলতানা জাহান। তিনি দাবি করেন, ইমন বর্তমানে বিদেশে আছেন, তাঁকে ষড়যন্ত্র করে এই হামলায় ফাঁসানো হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান ডা. সুলতানা জাহান বলেন, ‘গত ১০ জানুয়ারির হামলার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।’
ইমনের মা সুলতানা দাবি করে বলেন, ‘ইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে।’
সুলতানা জাহান বলেন, ‘মার্কেটের সিসিটিভি ও একাধিক ডিভাইসে ধারণকৃত ছবি ও ভিডিও ফুটেজে কোথাও ইমনের উপস্থিতি নেই। আমার সন্তান ইমন যদি তাদের কারও কাছে কখনো চাঁদা চেয়ে থাকে, তাহলে বিষয়টি এত দিনে পুলিশ, র্যাব, ডিবি, সোনাবাহিনীকে জানানো হয়নি কেন? অথবা ফোন কলে তাদের কাছে চাঁদা চাওয়ার কল রেকর্ড যদি থাকে, তাহলে তা প্রশাসনের কাছে প্রেরণ করেনি কেন? আমার সন্তান যদি সশরীরে চাঁদা দাবি করে থাকে, তাহলে তার সিসিটিভি ফুটেজ প্রশাসনের কাছে প্রেরণ করেনি কেন?’
ইমনের মায়ের সুলতানা জাহানের অভিযোগ, ‘মামলার বাদী ওয়াহিদুল হাসান দিপু পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের আপন বড় ভাই। গত ৫ আগস্টের পর বসিলায় জোড়া খুনের ঘটনা সে নিজের হাতে ঘটিয়েছে বলে ওই মামলার তদন্ত সূত্রে আমরা জেনেছি। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল এবং ২০০১ থেকে ২০০৬ সালের মোহাম্মদপুরের সাবেক ৪৬ ও বর্তমান ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি কমিশনার রাজু হত্যার ২ নম্বর আসামি এই ওয়াহিদুল হাসান দিপু।’
ডা. সুলতানা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের আরও জানাচ্ছি যে, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সভাপতি নির্বাচনে শুধুমাত্র একটা ফরম বিক্রি হয়েছে। অন্য কাউকে ফরম কিনতে দেয়নি এই শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল। তিনি সবাইকে হুমকি দিয়ে সভাপতি পদের ফরম কেনা থেকে বিরত রাখায় ওয়াহিদুল হাসান দিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কেটের সভাপতি পদে বিজয়ী হয়। আমাদের ধারণা-তিনি এই মার্কেটটি নিজের দখলে রাখার জন্য হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।’
তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও তাঁর ভাই ওয়াহিদুল হাসান দিপু আমাদেরকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার লক্ষ্যে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
১৭ মিনিট আগেবান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১ ঘণ্টা আগে