কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কুতুবদিয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে রজিউল্লাহ রজি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার পেকুয়া এলাকার মগনামা ঘাট থেকে তাঁকে আটক করা হয়। নিহত সালেহা বেগম কুতুবদিয়া পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত ছিলেন। রজিউল্লাহ রজি পেশায় একজন ডেন্টিস্ট।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালেহা বেগম কক্সবাজার থেকে তাঁর অফিসের ম্যানেজারের বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে মগনামা ঘাটের পূর্ব পাশে পৌঁছালে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে তাঁকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করেন স্বামী রজিউল্লাহ রজি। এ সময় সালেহার সঙ্গে থাকা ছোট বোন ও ছেলে আহত হয়। বিষয়টি দেখে স্থানীয়রা রজিউল্লাহকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে পুলিশকে খবর দেন। এদিকে সালেহা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল রাত দেড়টার দিকে মারা যান।
সালেহার ভাই শফিকুল ইসলাম বলেন, ‘আমার বোন একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে ভগ্নিপতি রজিউল্লাহ তাঁকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘রজিউল্লাহ রজিকে আসামি করে সালেহার ভাই শফিকুল ইসলাম মামলা করেছেন গতকাল রাতেই। মরদেহ ময়নাতদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
কুতুবদিয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে রজিউল্লাহ রজি নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার পেকুয়া এলাকার মগনামা ঘাট থেকে তাঁকে আটক করা হয়। নিহত সালেহা বেগম কুতুবদিয়া পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত ছিলেন। রজিউল্লাহ রজি পেশায় একজন ডেন্টিস্ট।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সালেহা বেগম কক্সবাজার থেকে তাঁর অফিসের ম্যানেজারের বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে মগনামা ঘাটের পূর্ব পাশে পৌঁছালে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে তাঁকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করেন স্বামী রজিউল্লাহ রজি। এ সময় সালেহার সঙ্গে থাকা ছোট বোন ও ছেলে আহত হয়। বিষয়টি দেখে স্থানীয়রা রজিউল্লাহকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রেখে পুলিশকে খবর দেন। এদিকে সালেহা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল রাত দেড়টার দিকে মারা যান।
সালেহার ভাই শফিকুল ইসলাম বলেন, ‘আমার বোন একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে ভগ্নিপতি রজিউল্লাহ তাঁকে ছুরিকাঘাত করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ‘রজিউল্লাহ রজিকে আসামি করে সালেহার ভাই শফিকুল ইসলাম মামলা করেছেন গতকাল রাতেই। মরদেহ ময়নাতদন্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে