Ajker Patrika

চট্টগ্রামে জিল্লুর ভান্ডারি হত্যা মামলায় দুজনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে জিল্লুর ভান্ডারি হত্যা মামলায় দুজনের ফাঁসি, ছয়জনের যাবজ্জীবন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর জিল্লুর রহমান ভান্ডারি হত্যা মামলার রায়ে দুজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন। এ সময় অপরাধ প্রমাণ না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ খোকন ও মো. ইসমাইল। 

যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-মো. আবু, মো. কামাল, মোহাম্মদ জসিম, তোতা মিয়া, মোহাম্মদ নাসির ও সুমন। তাঁদের মধ্যে শহীদুল আলম খোকন ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।

রায়ে খালাসপ্রাপ্তরা হলেন-জাহাঙ্গীর, রমিজ উদ্দিন রঞ্জু, আজিম, নাজিম ও শাহাবুদ্দীন। 

জানা যায়, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়ার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে জিল্লুর ভান্ডারিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেন। এ ঘটনায় জিল্লুরের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় প্রথমে পুলিশ তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে খোকন ও ইসমাইলকে অব্যাহতি দেওয়া হয়। এরপর জিল্লুরের ভাই আদালতে নারাজি দেন। আদালত মামলাটি তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। 

সিআইডি তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তীতে ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৫ সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেন। 

বাদীর আইনজীবী আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় পুলিশ তদন্ত প্রতিবেদনে যে দুজনকে বাদ দিয়েছিলেন তাঁদেরও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পরে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডি তদন্ত করে। এ রায়ে পাঁচজনকে খালাস দেওয়ায় আমরা উচ্চ আদালতে যাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত