আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর জিল্লুর রহমান ভান্ডারি হত্যা মামলার রায়ে দুজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন। এ সময় অপরাধ প্রমাণ না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ খোকন ও মো. ইসমাইল।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-মো. আবু, মো. কামাল, মোহাম্মদ জসিম, তোতা মিয়া, মোহাম্মদ নাসির ও সুমন। তাঁদের মধ্যে শহীদুল আলম খোকন ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।
রায়ে খালাসপ্রাপ্তরা হলেন-জাহাঙ্গীর, রমিজ উদ্দিন রঞ্জু, আজিম, নাজিম ও শাহাবুদ্দীন।
জানা যায়, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়ার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে জিল্লুর ভান্ডারিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেন। এ ঘটনায় জিল্লুরের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় প্রথমে পুলিশ তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে খোকন ও ইসমাইলকে অব্যাহতি দেওয়া হয়। এরপর জিল্লুরের ভাই আদালতে নারাজি দেন। আদালত মামলাটি তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।
সিআইডি তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তীতে ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৫ সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেন।
বাদীর আইনজীবী আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় পুলিশ তদন্ত প্রতিবেদনে যে দুজনকে বাদ দিয়েছিলেন তাঁদেরও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পরে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডি তদন্ত করে। এ রায়ে পাঁচজনকে খালাস দেওয়ায় আমরা উচ্চ আদালতে যাব।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর জিল্লুর রহমান ভান্ডারি হত্যা মামলার রায়ে দুজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন। এ সময় অপরাধ প্রমাণ না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ খোকন ও মো. ইসমাইল।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-মো. আবু, মো. কামাল, মোহাম্মদ জসিম, তোতা মিয়া, মোহাম্মদ নাসির ও সুমন। তাঁদের মধ্যে শহীদুল আলম খোকন ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।
রায়ে খালাসপ্রাপ্তরা হলেন-জাহাঙ্গীর, রমিজ উদ্দিন রঞ্জু, আজিম, নাজিম ও শাহাবুদ্দীন।
জানা যায়, ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়ার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে জিল্লুর ভান্ডারিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেন। এ ঘটনায় জিল্লুরের ছোট ভাই মোহাম্মদ আজিম উদ্দিন রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। এ মামলায় প্রথমে পুলিশ তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে খোকন ও ইসমাইলকে অব্যাহতি দেওয়া হয়। এরপর জিল্লুরের ভাই আদালতে নারাজি দেন। আদালত মামলাটি তদন্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।
সিআইডি তদন্ত শেষে ২০১৬ সালের ৯ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তীতে ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৫ সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত এ রায় দেন।
বাদীর আইনজীবী আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় পুলিশ তদন্ত প্রতিবেদনে যে দুজনকে বাদ দিয়েছিলেন তাঁদেরও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পরে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে মামলাটি সিআইডি তদন্ত করে। এ রায়ে পাঁচজনকে খালাস দেওয়ায় আমরা উচ্চ আদালতে যাব।
ধর্ষণের শিকার নারীর ছবি বা পরিচয় সংবাদ মাধ্যম কিংবা ফেসবুকসহ সামাজিক মাধ্যমে কেউ প্রকাশ করলেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করতে পারবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় বর্ণিত এই অপরাধ আমলযোগ্য হওয়ায় জড়িত অভিযোগে কোনো ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আটক করা যাবে।
১১ ঘণ্টা আগেসাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৯ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৯ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫