চাঁদপুরে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ০৮

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা জব্দ করেছে জেলা প্রশাসন। 

গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেশকাতুল ইসলাম। 

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনীর এক্সটেনশন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম সম্রাট ও নৌ-পুলিশের সদস্যবৃন্দ। 

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান রাতে এসব তথ্য নিশ্চিত করেন। 

মো. মিজানুর রহমান বলেন, `ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি জাটকা জব্দ করা হয়েছে।' 

বিকেলে জব্দকৃত জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত