Ajker Patrika

ফেনীতে প্রবাসীর স্ত্রী তানিয়া হত্যা: প্রধান আসামি রনি খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 
সোনাগাজীতে হত্যা মামলার আসামি নুর আফছার গ্রেপ্তার। ছবি:আজকের পত্রিকা
সোনাগাজীতে হত্যা মামলার আসামি নুর আফছার গ্রেপ্তার। ছবি:আজকের পত্রিকা

ফেনীর সোনাগাজীতে প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার হত্যা মামলার প্রধান আসামি নুর আফছার রনিকে (২৫) খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার জেলার রামগড় পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোনাগাজীতে ১৫ মার্চ সন্ধ্যায় প্রবাসীর স্ত্রী লায়লী আক্তার তানিয়ার (৩২) লাশ ভাড়া বাসা থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে থানার উপপরিদর্শক মাসুদ আলম পাটোয়ারী বলেন, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদের হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আসামির কাছ থেকে ভিকটিমের লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত