Ajker Patrika

সীতাকুণ্ডে অস্ত্র–গুলিসহ যুবদলনেতা গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে অস্ত্র–গুলিসহ যুবদলনেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্র–গুলিসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আলমগীর হোসেন (৩২)। আজ মঙ্গলবার ভোরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মো. আলমগীর হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার ভবানী জীবনপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি জঙ্গল সলিমপুরের ছিন্নমূল ৮ নং সমাজে বাস করেন এবং ওই ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থানের খবর নিশ্চিতের পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

আলমগীর জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী রোকন বাহিনীর সক্রিয় সদস্য। তিনি অবরোধ চলাকালীন রোকন মেম্বারের নির্দেশে মেট্রোপলিটন এলাকায় গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তিনি এসব তথ্য স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও বলেন, গ্রেপ্তার যুবদল নেতা আলমগীরের বিরুদ্ধে ভাঙচুর, ডাকাতি, দস্যুতা, বিস্ফোরক ও নাশকতার ১০টি মামলা রয়েছে। তাঁকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত