চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২২: ৩৫
Thumbnail image
ফাইল ছবি

বিদেশ থেকে কয়েক দফায় আমদানি করায় চালের দাম আর বাড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ‘আমরা চাল আরও আনতে থাকব। তবেই দাম বাড়ার সুযোগ আর থাকবে না।’

চট্টগ্রামের পতেঙ্গায় আজ মঙ্গলবার দুপুরে নির্মাণাধীন সাইলো পরিদর্শন শেষে চট্টগ্রাম বন্দরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে উপদেষ্টা এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘রমজান মাসে আমাদের খাদ্য মন্ত্রণালয় বিশেষ করে চাল ও গম সবচেয়ে বেশি দেখাশোনা করে। বাকি কিছু আইটেম দেখভাল করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবি। এবার এ উপলক্ষে সংস্থাটিও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ মাস থেকে উপজেলায় প্রতিদিন দুই টন চাল বিক্রি শুরু হয়েছে। রমজান মাসেও অব্যাহত থাকবে সেটা।’

রমজানে ১৫ টাকা কেজিতে চাল বিক্রি করার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘সারা দেশে ৫০ লাখ লোকের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। দরিদ্র শ্রেণির ৫০ লাখ লোক মাসে ৩০ কেজি করে চাল পাবে ১৫ টাকা কেজিতে। আশা করছি, রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে।’

দুর্যোগ প্রতিরোধে ব্যবস্থা হিসেবে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা দুর্যোগকবলিত দেশ। যেকোনোভাবে দুর্যোগে ফসলের ক্ষতি হয়। তবে দুর্যোগ মোকাবিলায় অনেকগুলো গবেষণাগার খুব কম সময়ে অধিক ফসলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইদানীং। গবেষণার ফসলের বীজ কৃষকদের সরবরাহ করা হচ্ছে, যাতে কম সময়ের মধ্যে ফসল ফলানো যায়।’

খাদ্য আমদানিতে আরও উৎসের সন্ধান চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বাণিজ্য ও রাজনীতিকে আমরা একসঙ্গে মেলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং সে দেশ থেকে আমদানি খরচ তুলনামূলক কম ও সস্তা, সে জন্য সেখান থেকে পণ্য আসাটা অব্যাহত আছে। পাশাপাশি মিয়ানমারও চাল বিক্রি করতে চাচ্ছে। আমরা এক লাখ টনের চুক্তি করেছি। তারা আরও বিক্রি করতে চাচ্ছে। পাকিস্তান থেকেও ৫০ হাজার টন চাল আমদানি করেছি। ভিয়েতনামের সঙ্গেও আলোচনা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত