Ajker Patrika

অবৈধভাবে করাতকল পরিচালনা, ব্যবস্থাপককে দুই বছরের কারাদণ্ড

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
অবৈধভাবে করাতকল পরিচালনা, ব্যবস্থাপককে দুই বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে করাতকল পরিচালনার দায়ে রাস বিহারী স’মিলের ব্যবস্থাপক সাগর দাসকে (৩৫) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে উপজেলার জমিদারহাটে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত সাগর দাস উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, করাতকল লাইসেন্স বিধিমালা-২০১২ আইনে স’মিলের ব্যবস্থাপককে দণ্ড দেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী বলেন, রামগতি-লক্ষ্মীপুর মহাসড়কের ওপর স’মিলের গাছের গুঁড়ি বেআইনিভাবে রাখার অপরাধে তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন-উপজেলা বন কর্মকর্তা মো. বাছেত ও রামগতি থানার পুলিশ সদস্যরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত