Ajker Patrika

‘দৈনিক বাংলা’র বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৬: ৪০
‘দৈনিক বাংলা’র বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

কক্সবাজারের আদালতে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলা’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও প্রতিবেদক আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। 

আজ সোমবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর) দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানী পত্রিকার বার্তা সম্পাদক শফিউল্লাহ বাদী হয়ে এ মামলা করেন। 

৬ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকায় ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

মামলার এজাহারে বলা হয়েছে, ওই সংবাদের একটি অংশে পুলিশের কাছ থেকে ইয়াবা কিনে বিক্রির অভিযোগ এনে মামলার বাদী শফিউল্লাহর নাম প্রচার করা হয়েছে। পরে মামলার বাদী অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রকাশিত সংবাদের কারণ জানতে চান। কিন্তু অভিযুক্তরা কোনো সদুত্তর দিতে পারেননি। তবে পত্রিকাটির অনলাইন ভার্সন থেকে শফিউল্লাহর নাম ফেলে দেওয়া হয়েছিল। 

একজন পেশাদার সংবাদকর্মী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সুনাম ক্ষুণ্ন করার জন্য এ সংবাদ পরিবেশন করা হয়েছে বলে দাবি করেছেন মামলার বাদী শফিউল্লাহ। 

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ইকবালুর রশিদ আমিন সোহেল এবং জ্যেষ্ঠ আইনজীবী আয়াছুর রহমান বলেন, আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত