Ajker Patrika

সুবর্ণচরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
সুবর্ণচরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হত্যা ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। শনিবার সকালে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ পাহারায় নোয়াখালী জেলা আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে ওই ব্যক্তি নিহত ফরিদ সর্দার হত্যা মামলার প্রধান আসামি ছিলেন। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ ইসমাইল হোসেন (৪০)। তিনি উপজেলার চর ক্লার্ক ইউনিয়নের চরলক্ষী গ্রামের হুদু সর্দারের ছেলে। 

চরজব্বার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উৎপল দেওয়ান বলেন, হত্যা ডাকাতিসহ একাধিক মামলায় পলাতক আসামি ইসমাইলকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কৌশলে গ্রেপ্তার করা হয়েছে। 

চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত হত্যা, ডাকাতিসহ একাধিক মামলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। বিকেলে আদালত তাঁকে কারাগারে পাঠান। 

উল্লেখ্য, গত বছর ৫ নভেম্বর চরক্লার্ক ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল ফরিদ সর্দার ও চাঁন মিয়া। পথে কমলার বাপের দোকান এলাকায় পৌঁছালে কয়েকজন অস্ত্রধারী তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় অস্ত্রধারীরা মোটরসাইকেল থেকে নামিয়ে ফরিদ ও চাঁন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে জখম এবং পরে ফরিদ সর্দারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে মারা যান ফরিদ সর্দার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত