লক্ষ্মীপুর প্রতিনিধি
সালিস বৈঠককে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগতির রামদয়াল বাজারে প্রতিপক্ষের হামলায় নুরনবী মাস্টার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। নিহত নুরনবী মাস্টারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চার দিন আগে রামগতি উপজেলার চরমেহের এলাকার নুরনবী মাস্টারের নাতি মঞ্জুর হোসেন স্ত্রীকে নিয়ে রিকশা যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। একই এলাকার আলাউদ্দিনের ছেলে শাহাদত হোসেন তাঁদের দেখে অশ্লীল ইঙ্গিত করেন। ওই দিন রাতে শাহাদত হোসেনকে মারধর করেন মঞ্জুর হোসেনসহ অন্যরা। আজ দুপুরে রামদয়াল বাজারে আবদুল মতিন মাস্টারের ঘরে এ নিয়ে সালিস বৈঠক শুরু হয়। বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে শাহাদত হোসেন ও মামুনের নেতৃত্বে কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে নুরনবী মাস্টার ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও ৫ জন। নুরনবী মাস্টার উপজেলার চরমেহের এলাকার মৃত মাহফুজুল হকের ছেলে।
পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সালিস বৈঠককে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগতির রামদয়াল বাজারে প্রতিপক্ষের হামলায় নুরনবী মাস্টার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। নিহত নুরনবী মাস্টারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চার দিন আগে রামগতি উপজেলার চরমেহের এলাকার নুরনবী মাস্টারের নাতি মঞ্জুর হোসেন স্ত্রীকে নিয়ে রিকশা যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। একই এলাকার আলাউদ্দিনের ছেলে শাহাদত হোসেন তাঁদের দেখে অশ্লীল ইঙ্গিত করেন। ওই দিন রাতে শাহাদত হোসেনকে মারধর করেন মঞ্জুর হোসেনসহ অন্যরা। আজ দুপুরে রামদয়াল বাজারে আবদুল মতিন মাস্টারের ঘরে এ নিয়ে সালিস বৈঠক শুরু হয়। বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে শাহাদত হোসেন ও মামুনের নেতৃত্বে কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে নুরনবী মাস্টার ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও ৫ জন। নুরনবী মাস্টার উপজেলার চরমেহের এলাকার মৃত মাহফুজুল হকের ছেলে।
পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪