লক্ষ্মীপুরে সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫

লক্ষ্মীপুর প্রতিনিধি
Thumbnail image

সালিস বৈঠককে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগতির রামদয়াল বাজারে প্রতিপক্ষের হামলায় নুরনবী মাস্টার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। নিহত নুরনবী মাস্টারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে রামদয়াল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, চার দিন আগে রামগতি উপজেলার চরমেহের এলাকার নুরনবী মাস্টারের নাতি মঞ্জুর হোসেন স্ত্রীকে নিয়ে রিকশা যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। একই এলাকার আলাউদ্দিনের ছেলে শাহাদত হোসেন তাঁদের দেখে অশ্লীল ইঙ্গিত করেন। ওই দিন রাতে শাহাদত হোসেনকে মারধর করেন মঞ্জুর হোসেনসহ অন্যরা। আজ দুপুরে রামদয়াল বাজারে আবদুল মতিন মাস্টারের ঘরে এ নিয়ে সালিস বৈঠক শুরু হয়। বৈঠকে কথাকাটাকাটির একপর্যায়ে শাহাদত হোসেন ও মামুনের নেতৃত্বে কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে নুরনবী মাস্টার ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরও ৫ জন। নুরনবী মাস্টার উপজেলার চরমেহের এলাকার মৃত মাহফুজুল হকের ছেলে। 

পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি ও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত