Ajker Patrika

জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ৪

প্রতিনিধি
জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদে জুয়ার আসরে হানা দিয়ে চার জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ডেবারপাড় ব্রিকফিল্ড রোডের আজম সাহেবের প্লট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৪ জন হলেন মোঃ খোকন সরদার (৩৫), মোঃ বদি আলম (৪০), মোঃ শাহাজাহান (৪০) ও মোঃ মতিন (৩২)। তাঁদের বিরুদ্ধে বায়েজিদ থানায় একটি সাধারণ মামলা দায়ের করা হয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার জানান, থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। জুয়া চলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৯৩০ (নয়শত ত্রিশ) টাকা ও জুয়া খেলার ০১(এক) সেট তাস উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত