তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাসে ভিটিকান্দি ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে হওয়া সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের ছেলে জহির উদ্দিন মারা গেছেন। এ ছাড়া সাবেক মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা নেওয়ার পথে জহির উদ্দিন (৩৮) মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগ নেতা ডালিম মুন্সি।
এতে আহতরা হলেন, উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান, বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদের সমর্থক হোসেন মিয়া ও মনির হোসেন। এ ঘটনায় প্রাথমিকভাবে আহত এই তিনজনের নাম জানা গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।
এলাকাবাসী জানান, বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদ ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সমর্থকেরা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছোড়েন। এতে এক পুলিশের এসআই আহত হন।
এ ঘটনার আহত পুলিশকে নিয়ে অন্য পুলিশ সদস্যরা চলে গেলে সাবেক ইউপি সদস্য সাইফুল মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। অভিযোগ উঠেছে, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার লোকজন এই অগ্নিসংযোগ করেছেন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হোমনা ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার রাসেল বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। এরপর সন্ধ্যা ৬টায় এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূধীন চন্দ্র দাস বলেন, ‘আবু মোল্লা গ্রুপ ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে হামলা-মামলা চলে আসছিল। তারই জের ধরে আজকের সংঘর্ষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’
কুমিল্লার তিতাসে ভিটিকান্দি ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে হওয়া সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের ছেলে জহির উদ্দিন মারা গেছেন। এ ছাড়া সাবেক মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা নেওয়ার পথে জহির উদ্দিন (৩৮) মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগ নেতা ডালিম মুন্সি।
এতে আহতরা হলেন, উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান, বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদের সমর্থক হোসেন মিয়া ও মনির হোসেন। এ ঘটনায় প্রাথমিকভাবে আহত এই তিনজনের নাম জানা গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।
এলাকাবাসী জানান, বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদ ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সমর্থকেরা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছোড়েন। এতে এক পুলিশের এসআই আহত হন।
এ ঘটনার আহত পুলিশকে নিয়ে অন্য পুলিশ সদস্যরা চলে গেলে সাবেক ইউপি সদস্য সাইফুল মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। অভিযোগ উঠেছে, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার লোকজন এই অগ্নিসংযোগ করেছেন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হোমনা ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার রাসেল বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। এরপর সন্ধ্যা ৬টায় এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূধীন চন্দ্র দাস বলেন, ‘আবু মোল্লা গ্রুপ ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে হামলা-মামলা চলে আসছিল। তারই জের ধরে আজকের সংঘর্ষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৬ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৬ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২০ দিন আগে