ছাত্রলীগের দুই দলের সংঘর্ষে ছয়জন ছুরিকাহত

চট্টগ্রাম প্রতিনিধি
Thumbnail image

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বাকলিয়ায় কলেজ ছাত্রলীগের দুই দলের সংঘর্ষে ছয়জন ছুরিকাহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে নগরীর বাকলিয়া ও চান্দগাঁও থানা এলাকায় এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, হামলায় আহতেরা হলেন ছাত্রলীগ নেতা সাজিদ, নিশাত, রকিব, ফাহিম চৌধুরী, সাব্বির আলম সোহাগ ও আতাউল্লাহ অভি। এরা সবাই স্থানীয় ছাত্রলীগ নেতা শাকিল গ্রুপের লোকজন। এঁদের মধ্যে তিনজন বাকলিয়া কলেজের শিক্ষার্থী। আহতেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, বাকলিয়া কলেজে মনির গ্রুপ ও শাকিল গ্রুপের ছেলেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে মনির গ্রুপের লোকজন রাহাত্তারপুল এলাকায় চলে আসে। সেখানে একটি বাসায় থাকা শাকিল গ্রুপের লোকজন সন্দেহে তাঁদের ওপর হামলা করে। এই ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, চান্দগাঁও থানা এলাকায় এই মারামারির ঘটনা ঘটেছে। এ থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। 

বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাকিল বলেন, ‘১৬ ডিসেম্বর কর্মসূচি ঘিরে আমরা একটি বৈঠক করছিলাম। পরে আমাদের ওপর মনিরের নেতৃত্বে হামলা চালানো হয়। আমরা বাকলিয়া ও চান্দগাঁও থানায় অভিযোগ দিয়েছি। এটা মামলা হিসেবে নেবেন বলে আমাদের জানিয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত